বিনোদন ডেস্ক
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে ছিলেন।গত ১১ নভেম্বর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এই অভিনেতা। বর্তমানে বিশ্রামে আছেন তিনি।এর মাঝে জানা যায়, ‘হেট ইউ করোনা’ নামের নাটকে কাজ করতে যাচ্ছেন অপূর্ব।
আজ সকালে মুরসালিন শুভ গণমাধ্যমকে জানান, ‘নাটকটি অপূর্ব ভাই করোনায় আক্রান্ত হওয়ার আগে শুট করেছিলাম। এখন ভাই সুস্থ। এমন অবস্থায় নাটকটি প্রচারে যাচ্ছে।
এছাড়া এ নাটকের প্রচারে আসতে যাচ্ছে এই অভিনেতা। পরিচালক মুরসালিন শুভর গল্পে নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আর এস আর মজুমদার। নাটকটিতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ।

নাটকের গল্পে দেখা যাবে, করোনাকালীন লকডাউনের কারণে একজন আরেকজনের সঙ্গে সরাসরি দেখা না করতে পারা এক প্রেমিক জুটির গল্প।
নাটকটি একটি বেসরকারি টিভি চ্যালেনে প্রচারিত হবে। এরপর দেখা যাবে ডেডলাইন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।





















