বিনোদন ডেস্ক
পিপলস চয়েস অ্যাওয়ার্ড এর বর্ষসেরা তারকা হলেন মার্কিন তারকা জেনিফার লোপেজ। একই সঙ্গে চলচ্চিত্র, টেলিভিশন, গান ও পপ কালচার ক্যাটাগরিতে জিতে নেন পুরস্কার। এ আয়োজনে সেরা আইকনের পুরস্কার জিতেছেন এই জনপ্রিয় তারকা।
পিপলস চয়েস অ্যাওয়ার্ডের বর্ষসেরা পুরস্কার নিতে টুকটুকে লাল মিনি ফ্রক পরে মঞ্চে হাজির হয়েছিলেন জেনিফার। অন্যদিকে, মায়ের সাফল্যে মঞ্চেই ভিডিও বার্তা জানিয়েছেন তার যমজ দুই মেয়ে। পুরস্কার হাতে নিয়ে আবেগে আপ্লুত হয়ে জেনিফার বলেন, ‘২০২০ সালটা ঠাট্টা নয়। করোনা আঘাত না হানলে এই বছরও আমরা মনোনয়ন, পুরস্কার, বক্স অফিস, অ্যালবাম বিক্রি, হট চার্ট রেকর্ডের জন্য মুখিয়ে থাকতাম। ভাবতাম, এগুলোই বুঝি জীবনের মানে। কিন্তু মহামারি আমাদের শেখাল, একা বাঁচা যায় না। তাই যা কিছু কেবল নিজের জন্য, তা অর্থহীন।’
তিনি এসময় তার পরিবারের উদ্দেশ্যে বলেন, ‘আজ আমি যা, তা আপনাদের জন্যই। তাই বিশ্বের সেরা আইকনের এই ট্রফি আপনাদের।'

এত গুণের অধিকারী এই অভিনেত্রীর শুরুটা ছিল কিছুটা এলোমেলো অভিনয়ের মাধ্যমে তারকা জগতে প্রবেশ করলেও পরবর্তীতে দেখা গিয়েছে নাচ করতে। কিন্তু নাচেও যেন তার মন টিকেনি। আবারও অভিনয়ে চলে আসেন । ১৯৯৭ সালে কেন্দ্রীয় চরিত্র দিয়ে আবারও শোবিজে পা রাখেন এই তারকা। তবে ১৯৯৯ সালে তার প্রথম অ্যালবাম ‘অন দ্য সিক্স’ বের হলেও অভিনয় থেকে গানের ভুবনে পা রাখেন। এরপর থেকেই যেন আর দম নেননি এই তারকা। করে গেছেন একের পর এক অভিনয় ও গান। নিজেকে সেরা করতে যেন কোন কিছুরই কম রাখেননি তিনি। পাশাপাশি করছেন ব্যবসাও। নিজেকে পারদর্শী করেছেন সব কিছুতেই। এত কঠিন পরিশ্রমের মাধ্যমে আজ তিনি সেরাদের একজন।






















