বিনোদন ১৭ নভেম্বর, ২০২০ ০৮:৪৬

শাকিবের সঙ্গে হৃদির চিল

বিনোদন ডেস্ক    

শাকিব খান অভিনীত বহুল আলোচিত ছবিনবাব এলএলবি শুটিং শেষ হয়েছে কিন্তু সিনেমার দুটি গানের শুটিং এখনো শেষ হয়নি জানা যায়, রোমান্টিক গানটির শুটিং শাকিব-মাহিকে নিয়ে দেশের বাইরে করার প্রস্তুতি নিচ্ছেন ছবিটির পরিচালক অনন্য মামুন

আর অন্য আইটেম গানটির শুটিং হবে দেশেই তবে সে আইটেম গানে শাকিব খানের সঙ্গে কে থাকছেন তা ছিল আজানা গুঞ্জন শোনা যাচ্ছিল বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া তানজিয়া জামান মিথিলাকে দেখা যেতে পারে সাকিবের সাথে কিন্তু সম্প্রতি জানা যায় তারা কেউ থাকছেন না সে গানে সে গানের আইটেম-কন্যা হিসেবে দেখা যাবে নৃত্যশিল্পী হৃদি শেখ কে

নবাব এলএলবিছবির আইটেম গানটির শিরোনাম ‌‌'চিল করবো চিল' গেয়েছেন ভারতের অন্তরা মিত্র, সুর সংগীত পরিচালনা করেছেন দোলন মৈনাক ঈগল ড্যান্স গ্রুপের কোরিগ্রাফিতেই নির্মিত হবে গানটি থাকবে একঝাঁক ড্যান্সারের উপস্থিতি

প্রসঙ্গে অনন্য মামুন জানান, ‘আইটেম গানটি আগামী ১৮ নভেম্বর থেকে এফডিসিতে শুটিং করবো গানে পারফর্ম করবেন শাকিব খান হৃদি শেখ নাচের দক্ষতার কারণেই হৃদি শেখকে বেছে নিয়েছি'

এদিকে গত সেপ্টেম্বরের শুরুতে মাহি স্পর্শিয়াকে নিয়েনবাব এলএলবিছবির শুটিং শুরু হলেও শাকিব যোগ দেন ১০ সেপ্টেম্বর এই শুটিংয়ে ফেরার মধ্য দিয়ে মাসের বিরতি ভাঙলেন শাকিব খান

t

হৃদি শেখ ৪৫ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে চ্যানেল আই সেরা নাচিয়ে সিজন থ্রি বিজয় মুকুট ছিনিয়ে নেন এরপর তাকে দেখা গেছে মিউজিক ভিডিওসহ বিভিন্ন অনুষ্ঠানে নাচ করতে সম্প্রতি নুসরাত ফারিয়ার গাওয়াআমি চাই থাকতেগানটির ড্যান্স কাভার করে বেশ আলোচনায় তিনি এছাড়াও নৃত্যশিল্পী হিসেবেও পরিচিত মুখ তিনি