বিনোদন ডেস্ক
ভাই ফোঁটার প্রচলন সেই পুরাণকাল থেকে। আজ ভাতৃদ্বিতীয়া বা ভাই ফোঁটা। হিন্দু শাস্ত্র মতে, এই দিন মৃত্যুর দেবতা যম তার বোন যমুনার হাতে ফোঁটা নিয়েছিলেন। তাই এই দিনে ভাইয়ের মাথায় বোনেরা ফোঁটা দিয়ে থাকেন। জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বোনেরাও চঞ্চলের মাথায় ফোঁটা দিয়েছেন। এমনই একটি ছবি চঞ্চল নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, দীপাবলিতে ভাইয়ের সঙ্গে এক ফ্রেমে অভিনেতা চঞ্চল চৌধুরীর পাঁচ বোন দাঁড়িয়ে আছেন।
ছবির ক্যাপশনে চঞ্চল লিখেছেন, আমার পাঁচ বোন... আমি সবার ছোট ভাই...। বোনদের আদর, স্নেহ, ভালোবাসার পূর্ণ রূপ আমি দেখেছি ও পেয়েছি। এমন সৌভাগ্য ক’জন ভাইয়ের কপালে জোটে আমি জানি না। মাতৃরূপী আমার বোনদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। জনমে জনমে যেন এমন বোনদের ভাই হতে পারি।
তিনি আরও লেখেন, আজ ভাতৃদ্বিতীয়া...ভাই ফোটা.... তোমাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। জন্ম জন্মান্তর তোমরা ভালো থেকো।
ছবিটির নিচে চঞ্চলের ভক্তরাও তার বোনদের শ্রদ্ধা জানিয়ে ভাই ফোঁটার শুভেচ্ছা জানিয়েছেন।





















