বিনোদন ডেস্ক
ভারতীয় বাংলা সিরিয়াল নিয়ে থাকে নানা আলোচনা সমালোচনা। টিভির পর্দায় তাদের উদ্ভট কর্মকাণ্ড মানুষকে আবাক করে দেয়। কলকাতার স্টার জলসার একটি ধারাবাহিক সিরিয়াল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুলি সমালোচনার ঝড়।
উদ্ভট কান্ড দিয়েই যেন টিআরপি তালিকায় শীর্ষে উঠে এসেছে তিতলি। আপাতত টালিপাড়ার ‘টক অফ দ্য টাউন’ তিতলি।
সম্প্রতি ভাইরাল হওয়া নাটকের এপিসোডে দেখা গেছে, ছোটবেলার পাইলট হওয়ার স্বপ্ন যখন ভেঙে চুরমার হয়ে গেছে তিতলির সেই সময়ই স্বামীকে নিয়ে জীবনে প্রথমবার, হ্যাঁ, প্রথমবার প্লেনে চড়েছে সে। তবে সানির আশ্বাস,'হেরে যেও না। ঠিক সুযোগ পাবে নিজেকে প্রমাণ করার'। আর বরের মুখের কথা ফলে যেতে বেশি সময় লাগল না। হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন পাইলট। বিমান আকাশ থেকে পড়ে যাচ্ছে। আর সেই মুহূর্তে অভিজ্ঞতা ছাড়াই বিমানে পাইলটের সিটে বসলেন তিতলি। কানে না না শোনা নায়িকা ককপিটে গিয়েও বসে বিমানের নিয়ন্ত্রণ নিয়ে নিলেন।অবিশ্বাস্য এই দৃশ্য নিয়ে ইন্টারনেট দুনিয়ায় চলছে হাস্যরস। স্টার জলসার ধারাবাহিকের সেই প্রমো ঘিরেই এখন উত্তাল সোশ্যাল মিডিয়া।
সপ্তাহের প্রোমো প্রকাশ হবার পর থেকেই টিম ‘তিতলি’র এই কাণ্ড নিয়ে চলছে মিশ্রপ্রতিক্রিয়া। সেখানে দেখা যায়, আচমকাই বুকে ব্যথা নিয়ে (খুব সম্ভবত হার্ট অ্যাটাক) চালকের সিট ছেড়ে উঠে পড়লেন পাইলট। সহকারী পাইলট অনেকখানি নীরব দর্শকের ভূমিকায়, ককপিটে তখন সানিকে সঙ্গে নিয়েই ঢুকে পড়ল তিতলি। তারপর দ্রুত একের পর এক বাটন টিপে ককপিটের দায়িত্বে সে! তাও বিনা প্রশিক্ষণে।
আরিয়ান ভৌমিক ও মধুপ্রিয়া চৌধুরী অভিনীত এই ধারাবাহিকের প্রোমো দেখে কার্যত মাথায় হাত দর্শকদের। বাংলাদেশি দর্শকরা বলছেন এমন অদ্ভূত ঘটনা আসলে স্টার জলসা কিংবা কলকাতার সিরিয়াল গুলোতেই সম্ভব।
উল্লেখ্য, এর আগেও বহুবার ভারতীয় সিরিয়ালের অবিশ্বাস্য ঘটনা নিয়ে সমালোচনা দেখা গেছে ফেসবুকে।






















