বিনোদন ডেস্ক
মিউজিক ভিডিও পরিচালনার মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন চিত্রনায়িকা দিলরুবা ইয়াসমিন রুহি। সম্প্রতি ‘মাইয়া’ শিরোনামের গানটি দিয়েই পরিচালনার মাঠে নামেন রুহি। ‘মাইয়া’ গানটিতে অভিনয় করেছেন মডেল ইমরান হোসেন ও শাকিবা।
গানটি তাঁর নিজস্ব প্রোডাকশন হাউজ ‘ক্রিয়েটিভ আনলিমিটডে’র ব্যানারে নির্মিত। এই মিউজিক ভিডিওটি প্রযোজনা করেছে ড্রিমস মিডিয়া।
পরিচালনা অভিজ্ঞতা নিয়ে তিনি জানান, ‘ভিডিওতে আমার অভিনয় করার কথা ছিল। কিন্তু নির্মাণে পূর্ণ মনোযোগ দিতেই এ কাজটি আর করিনি। শাকিবা-ইমরান বেশ ভালো পারফরমেন্স করেছে এই গান ভিডিওতে।
রুহি আরও জানান, ‘গানের মতো নির্মাণও ভালো করার চেষ্টা করেছি। এটির প্রোডাকশন প্ল্যান থেকে শুরু করে শুটিং লোকেশন নির্বাচন, শুটিং, এডিটিং- সবকিছুই নিজ দায়িত্বে করেছি। প্রথম নির্মাণের অভিজ্ঞতা পরবর্তীতে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করবো’।
এদিকে রুহি টেলিফিল্ম নির্মাণের কথাও ভাবছেন। সেখানে তিনি পরিচালনার পাশাপাশি অভিনয় করতেও আগ্রহী।

উল্লেখ্য, ২০০৭ সালে টেলিভিশনে অভিনয়ের মধ্য দিয়ে যাত্রা শুরু করেন তিনি। তার প্রথম অভিনীত নাটক ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘অপরিচিতা’।
এরপর শহীদুজ্জামান সেলিম পরিচালিত ‘বৃত্তের ভিতরে একা’, আহমেদ সুস্ময় পরিচালিত ‘স্বপ্নমুখ’, রিপন নবীর ‘অচেনা মানুষ’, গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘অবগুণ্ঠন’ ও ‘লাভ’ নাটকে অভিনয় করেন। তবে ‘অবগুণ্ঠন’ নাটকটি তাকে জনপ্রিয়তা এনে দেয়।






















