বিনোদন ১৪ নভেম্বর, ২০২০ ০৯:৪৬

মুক্তিযুদ্ধের ছবিতে মৌসুমী হামিদ

বিনোদন ডেস্ক    

ছোটপর্দার পরিচিত মুখ মৌসুমী হামিদ। টেলিভিশন, নাটকের পাশাপাশি এ অভিনেত্রী কাজ করেছেন চলচ্চিত্রেও। তবে দীর্ঘদিন ধরেই সিনেমার কাজে দেখা মিলছে না তার। লম্বা বিরতি পেরিয়ে এবার তিনি যুক্ত হয়েছেন সরকারি অনুদানের সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’ চলচ্চিত্রে। এটি পরিচালনা করবেন নাট্যাভিনেত্রী হৃদি হক। সম্প্রতি পুরান ঢাকার একটি লোকেশনে ছবিটির শুটিং শুরু হয়েছে। এতে কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করছেন মৌসুমী হামিদ।

মৌসুমী হামিদ গণমাধ্যকে জানান, ‘নাটক দিয়ে অভিনয় শুরু করলেও ভালো গল্পের প্রস্তাব পেলে সিনেমায়ও কাজ করি। নতুন এই সিনেমার গল্প মুক্তিযুদ্ধ ভিত্তিক। এতে অভিনয়ের যথেষ্ট জায়গা আছে। আমি সর্বোচ্চ চেষ্টা করছি নিজের চরিত্রটি ফুটিয়ে তুলতে। আশা করি, সিনেমাটি সবার ভালো লাগবে।’

f

এছাড়াও প্রশান্ত অধিকারীর পরিচালনায় ‘হাডসনের বন্দুক’ নামের একটি সরকারি অনুদানের ছবিতে অভিনয় করেছিলেন মৌসুমী হামিদ। যদিও ছবিটি মুক্তি পায়নি এদিকে গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’ নামের একটি ছবিতেও অভিনয় করেছেন মৌসুমী হামিদ বর্তমানে ছবিটি মুক্তির অপেক্ষায় আছে