বিনোদন ১৩ নভেম্বর, ২০২০ ১১:৪১

হুমায়ূনের স্মরণে ১ হাজার একটি মোমবাতি প্রজ্জ্বলন

বিনোদন ডেস্ক     

আজ নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭২তম জন্মদিন। এ উপলক্ষে দেশ জুড়ে পালিত হয়েছে নানান কর্মসূচী। গাজীপুরের নন্দনকানন নুহাশপল্লীতে লেখকের সমাধিতে তাকে স্মরণ করে ১ হাজার ১টি মোমবাতি প্রজ্বলন করা হয়। সকালে লেখকের পরিবার, নুহাশপল্লীর স্টাফ, ভক্ত পাঠক ও শুভানুধ্যায়ীরা লেখকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। কেক কাটা হয়‌ ।

এসব আয়োজনে নুহাশপল্লীতে উপস্থিত ছিলেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ও তাদের কনিষ্ঠ দুই পুত্র নিষাদ ও নিনিত।

এ সময় লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন জানান, হুমায়ূন আহমেদ শুধু জন্মদিন আর মৃত্যু দিনের নয়। হুমায়ূন আমাদের সবসময়ের। ভালো লাগছে নতুন প্রজন্ম বিশেষকরে এই পেনন্ডিমিককালে হুমায়ূন আহমেদের লেখা পাঠ করছেন এবং তার লেখার ভেতরকার রস, বোধ ও মানবিকতার সাথে পরিচিত হচ্ছেন।

উল্লেখ্য, ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোণার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। ২০১২ সালের ১৯ জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তিনি।