বিনোদন ডেস্ক
বিতর্কিত সঙ্গীতশিল্পী নোবেল ফের এসেছেন আলোচনায়। এবার নোবেল ফিরেছেন তাঁর দ্বিতীয় সিঙ্গেল গান ‘অভিনয়’ দিয়ে।
গতকাল বৃহস্পতিবার রাতে ইউটিউবে গানটি প্রকাশ পায়। সাউন্ডটেকের অর্থায়নে গানটি লিখেছেন দেশের জ্যেষ্ঠ গীতিকবি আহমেদ রিজভী। সংগীত পরিচালনা করেন আহম্মেদ হুমায়ূন। ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।
নোবেল জানান, কিছু ভুল ছিল পেছনে। কারণ, কাউকে ছোট করে নিজেকে বড় করা যায় না। এটুকু এখন বুঝি। নতুন করে শুরু হলো আবার। মাসে দুটি করে গান সাউন্ডটেক থেকে আসবে। টানা এক বছর চলবে এটা। এরজন্য গীতিকার আহমেদ রিজভী, সুরকার আহম্মেদ হুমায়ূন আর নির্মাতা শাহরিয়ার পলকের সঙ্গে টিম হয়ে কাজ করছি। যার শুরুটা হলো ‘অভিনয়’ দিয়ে। আমার বিশ্বাস, সামনের গানগুলোও শ্রোতাদের মন ভরাবে।
গানচিত্রের মধ্য দিয়ে উঠে এসেছে, একজন সংগীত তারকার অতীত-বর্তমান ও ভবিষ্যতের ব্যক্তিজীবন। বলা যেতে পারে আইয়ুব বাচ্চুর ‘হাসতে দেখো’ গানটির ছায়া রয়েছে নোবেলের ‘অভিনয়’-এ। গানটি প্রকাশের ১৭ ঘণ্টায় এটির ভিউ দাঁড়িয়েছে ১ লাখ ৮৫ হাজারের বেশি।

প্রসঙ্গত, মাঝের সময়টাতে সোশ্যাল মিডিয়ায় নোবেল অনেক বিতর্ক সৃষ্টি করেছেন নানা মন্তব্য করে। তিনি বলেছিলেন, বাংলাদেশে তার গান করার মতো যোগ্য কেউ নেই!






















