বিনোদন ডেস্ক
ঢাকার পাশে আমিনবাজারে শুরু হয়েছে সজল-সারিকা অভিনীত ‘গেম অব লাইফ’। একক নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনুর আর পরিচালনা করছেন দীপু হাজরা।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন সমাপ্তি মাসুক, মনি চৌধুরী, সবুজ রহমান, রাশেদা রাখী, মীর শহীদ, সবুর খন্দকার জুয়েল প্রমুখ।
নাটকটির গল্প সম্পর্কে নির্মাতা হাজরা জানান, আবির-শৈলীর ছোট্ট সংসার নিয়ে এগিয়ে যাবে এটি। যেখানে বিশ্বাস থেকে সন্দেহ দানা বাঁধে ক্রমশ।
দেখা যাবে, কোনও এক সকালে কুরিয়ারে শৈলীর নামে আসে একটি আংটি। কে পাঠিয়েছে, তার কোনও ঠিকানা নেই! এটি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় সন্দেহ। আবির মনে করে, এটি শৈলীর পুরনো প্রেমিক পাঠিয়েছে। জটিল হতে থাকে ‘গেম অব লাইফ’-এর গল্প।
নির্মাতা জানান, আজ ও কাল (১১ ও ১২ নভেম্বর) নাটকটির টানা শুটিং চলছে। জেড এস মাল্টিমিডিয়ার প্রযোজনায় এটি শিগগিরই প্রচারের কথা রয়েছে একটি বেসরকারি টিভি চ্যানেলে।






















