বিনোদন ৯ নভেম্বর, ২০২০ ০২:০৫

ধারাবাহিকে কাজ না করার সিদ্ধান্ত

একটি চরিত্রে নয়, বৈচিত্রপূর্ণ চরিত্রে অভিনয় করতে চাই

বিনোদন ডেস্ক        

ম্যাঙ্গো স্কোয়াড নামের ইউটিউব চ্যানেল থেকে যাত্রা শুরু শামীম হাসান সরকার। বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতার একজন। টিভি কিংবা অনলাইন, সবখানেই তার মুখরিত পদচারণা। নাটকে তার থাকা মানেই দর্শকের বাড়তি আগ্রহ। বৈচিত্রময় চরিত্রে অভিনয়ের কারণে তিনি আজ প্রতিষ্ঠিত টিভির পর্দায়।

মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত ‘নাইন অ্যান্ড হাফ’ নাটক দিয়ে শোবিজে প্রবেশ করেন শামীম। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক নাটকে কাজ করেছেন নানা ধারাবাহিকে।

তবে সম্প্রতি ‘ব্যাচেলর পয়েন্ট সিজন থ্রি’-তে শামীমের না থাকা নিয়ে শোবিজে আলোচনার শেষ নেই। অনেক দর্শক এই বিচ্ছেদ মানতে না পেরে নাটকের টিমের সমালোচনাও করছেন। এ নিয়ে এখনও মুখ খোলেন নি তিনি। তবে তিনি তাঁর দর্শকদের ভালোবাসাকে হৃদয়ে তুলে নিয়েছেন শ্রদ্ধায় ও ভালো কাজের ফিডব্যাক হিসেবে।

শামীম হাসান সরকার জানান, ‘আমি আর কোনো ধারাবাহিকে অভিনয় করবো না। এ নাটকগুলোতে অনেক সময় দিতে হয়। যার ফলে অনেক নির্মাতার কাজগুলো পছন্দ হলেও করতে পারি না। তাছাড়া ধারাবাহিক করতে গেলে একটি চরিত্রের মধ্যে আটকে থাকতে হয়। আমি বৈচিত্রময় কাজ করতে চাই। আশা করছি দর্শক বিষয়টি ইতিবাচকভাবে নেবেন। সবসময় ভালোবাসা দিয়েছেন, ভবিষ্যতেও ভালোবাসবেন। তাদের জন্যই ম্যাঙ্গো স্কোয়াড থেকে আমি আজকের অভিনেতা শামীম হয়েছি।’

তিনি আরও বলেন এবার আমার প্রিয় ‘ম্যাঙ্গো স্কোয়াড-কেও সময় দিতে চাই।

বর্তমানে শামীম হাসান সরকার অভিনীত ‘ফ্যামিলি ক্রাইসিস’ ধারাবাহিকটি প্রচার হচ্ছে। এটি পরিচালনা করছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। এ নাটকটি শেষ হলে আর কোনো ধারাবাহিক নাটকে অভিনয় করবেন না তিনি।