বিনোদন ডেস্ক
‘রক্ত’ ছবি দিয়ে পর্দায় অভিষেক হয় চিত্রনায়ক জিয়াউল রোশানের। এরপর পাকাপোক্তভাবে নিজের জায়গা বানিয়ে নেন এ অভিনেতা। কাজ করে চলেছেন একের পর এক ছবিতে। এরপর পরপর দুটি সিনেমা একসাথে ‘মেকআপ’ ও ‘সাইকো’ করেছেন। ছবি দুটিই পরিচালনা করেছেন অনন্য মামুন। আর প্রযোজনায় আছে সেলিব্রেটি প্রোডাকশন।
প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে আবমুক্ত হয়েছে ‘মেকআপ’-এর ট্রেলার ও ‘সাইকো’র প্রথম গানের টিজার। গানটির শিরোনাম ‘তোর জন্য কত মায়া রে’। এতে হাজির হয়েছেন সিনেমার জুটি চিত্রনায়িকা পূজা চেরী ও চিত্রনায়ক রোশান।

জানা যায়, সিনেমাটির জন্য এভারেস্ট পর্বতের নিচে ও আশপাশের লোকেশনে মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াসে শুট করেছিলেন তারা। এ নিয়ে নির্মাতা অনন্য মামুন জানান, ‘মাইনাস ৩ ডিগ্রিতে আমরা শুটিং করেছি। পূজা-রোশান কী কষ্ট করেছে, আমি নিজে তার সাক্ষী। ছিল না কোনও রুম-হিটার, গরম পানির ব্যবস্থা।’
রোশান জানান, ‘একেবারে মৌলিক গল্পের ছবি এটা। যিনি এটি দেখবেন তিনি তার জীবনের সঙ্গে মিল খুঁজে পাবেন। তাই এতে মনে রাখার মতো বিষয় রয়েছে।’
‘মেকআপ’ সিনেমাকে বিগ বাজেটের ছবি বলছেন মামুন। মৌলিক গল্পের এই সিনেমার কাহিনি ও সংলাপ তারই করা। ছবিটির গল্প সিনেজগত নিয়ে। যেখানে রোশানও একজন চলচ্চিত্র শিল্পী।






















