বিনোদন ২৫ আগস্ট, ২০১৯ ০৯:৪৫

জয়ার ফ্ল্যাটে কবি শ্রীজাত, অতঃপর!

ডেস্ক রিপোর্ট।।

দুই বাংলার জনপ্রিয়তার তুঙ্গে অভিনয়শিল্পী জয়া আহসান। ঢাকা ও কলকাতা- সমানতালে রয়েছে তার যাতায়াত। সিনেমার কাজেই যখন-তখন তাকে উড়াল দিতে হয়। ফলে কলকাতার গুণীজনদের সঙ্গেও রয়েছে জয়ার সখ্য। পশ্চিমবঙ্গের জনপ্রিয় কবি শ্রীজাতও রয়েছেন সেই তালিকায়। তবে শ্রীজাতের সঙ্গে জয়া দেখা করতে চাইলেও ব্যাটেবলে মিলছিল না।

অবশেষে ২৪ আগস্ট তাদের দেখা হয়। জয়ার কলকাতার ফ্ল্যাটে বসে তারা আড্ডাও দেন।জয়ার সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা জানিয়ে শ্রীজাত ফেসবুকে একটি পোস্টও দেন। ২৪ আগস্ট রাত ১১টার পরে দেওয়া ওই স্ট্যাটাসে শ্রীজাত জয়ার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। শ্রীজাতের স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘‘আমি তাকে চিনি পর্দার মাধ্যমে, সে আমাকে চেনে দু’মলাটের মধ্যবর্তী অঞ্চল থেকে। আর সেই চেনাটাই যে সবচাইতে জরুরি চেনা, সে-কথা বুঝতে পারি, যখন আমাদের আলাপ হয় মুখোমুখি। দেখা অবশ্য হয়েছিল প্রথমবার, শহর ম্যানহাটন-এর এক পাঁচতারা হোটেলের ঘরোয়া জমায়েতে, দু’একখানা বাক্য ছাড়া কোনও বিনিময় হয়নি। কিন্তু এটুকু বুঝেছিলাম, জয়া আপাদমস্তক একজন শিল্পী, যে তার শিল্পের কাছে সমর্পিত।