বিনোদন ৯ নভেম্বর, ২০২০ ০৭:২০

‘সুপারওম্যান’ নুসরাত ফারিয়া!

বিনোদন ডেস্ক

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এবার পর্দায় হাজির হচ্ছেন ‘সুপারওম্যান’ চরিত্রে। সিনেমায় নয় বরং বিজ্ঞাপনে। জানা যায়, বিজ্ঞাপনটি ‘এসএমসি’র জীবাণুনাশক একটি পণ্যের। সম্প্রতি বিজ্ঞাপনটির শুটিং শেষ করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব।

বিজ্ঞাপনটিতে কাজ করে বেশ উচ্ছ্বসিত নুসরাত ফারিয়া জানান, সুপারওম্যান চরিত্রগুলো আমাদের স্বপ্নের চরিত্র হলিউড ছবিগুলোতে যে চরিত্রগুলো আমাদের বেশ টানে এবার সেই সুপারওম্যান চরিত্রে একটি বিজ্ঞাপনে কাজ করলাম এতে সুপারহিরোর বেশে অভিনয় করে অন্যরকম এক ভালোলাগা কাজ করেছে বিজ্ঞাপনটি শিগগিরই প্রচারে আসবে বলে জানান নির্মাতা আদনান আল রাজীব

1

এদিকে ‘পটাকা’র পর কিছুদিন হয় নুসরাত ফারিয়ার গাওয়া দ্বিতীয় গান ‘আমি চাই থাকতে’ প্রকাশিত হয়েছে গানটি বেশ দর্শক প্রিয়তা পায় অন্যদিকে নুসরাত ফারিয়ার হাতে রয়েছে ‘অপারেশন সুন্দরবন’, ‘ঢাকা ২০৪০’ নামের দুটি ছবি এছাড়াও তাকে দেখা যাচ্ছে নিয়মিত টিভির পর্দায়