বিনোদন ৯ নভেম্বর, ২০২০ ০৭:০৩

কবরীর লেখা, সাবিনার সুরে গাইলেন কোনাল-ইমরান

বিনোদন ডেস্ক  

জীবনে প্রথম কোনো গান লিখলেন বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়েখ্যাত কবরী সেই গানের সংগীত পরিচালনা  করবেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। সেই গানটি ‘এই তুমি সেই তুমি’ সিনেমার জন্য গাইলেন এ প্রজন্মের সংগীতশিল্পী কোনাল ও ইমরান  

জানা যায়,‘তুমি সত্যি করে বলো’ শিরোনামের গানটি কবরী লিখেছিলেন এ বছরের ফেব্রুয়ারিতে। তাঁর পরবর্তী মাস থেকেই শুরু হয় ছবির শুটিং। এ গান প্রসঙ্গে সাবিনা ইয়াসমীন জানান, ‘কবরীর লেখার হাত ভালোই চমৎকার লিখেছেন এ গানটি তাঁর ক্যারিয়ারের প্রথম লেখা গান আমি চেষ্টা করেছি ভালো সুর করার ইমরান-কোনাল দুজনেই ভালো গেয়েছে তাদের গায়কীতে আমি আনন্দিত, মুগ্ধ অবশ্য তাদের কণ্ঠে গানটি বেশ ভালো মানাবে সেটি জানতাম কারণ, সুর করার পর মনে হলো, এই গানের জন্য তারা যথার্থ প্রত্যাশার ব্যাঘাত ঘটেনি

f

রোববার দুপুরে ঢাকার তেজগাঁওয়ে চ্যানেল আই স্টুডিওতে সাবিনা ইয়াসমীন ও কবরীর উপস্থিতিতে গানটিতে কণ্ঠ দেন কোনাল আগে থেকেই কক্সবাজারে শুটিং শিডিউল থাকায় দুদিন আগে ইমরান তাঁর অংশ গেয়েছেন

l

কবরী পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ সিনেমায় থাকছে চারটি গান ইমরান-কোনাল ও সাবিনা ইয়াসমীনসহ ইতোমধ্যে দুটি গানের কাজ সম্পন্ন হয়েছে শিগগিরই বাকি দুটি গান সম্পন্ন করার কথা জানালেন সাবিনা ইয়াসমীন আর গান দুটির শিল্পী কারা হচ্ছেন, তা নিয়ে চলছে পরিকল্পনা জানা গেছে, এরই মধ্যে সিনেমাটিরও অধিকাংশ অংশের শুটিং সম্পন্ন হয়েছে