বিনোদন ডেস্ক
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত ২৪ অক্টোবর দিল্লিতে বিয়ের পিড়িতে বসেন জনপ্রিয় কণ্ঠ শিল্পী নেহা কক্কর-রোহানপ্রীত সিং। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আজ ১৫ দিনের মাথায় মধুচন্দ্রিমার জন্য দুবাই উড়াল দিলেন এই তারকা জুটি।
জানা যায় দুবাইতে ফাইভ স্টার পালাজো ভার্সেস হোটেলে উঠেছেন নেহা-রোহানপ্রীত। সেখানে তাদের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন হোটেল কতৃপক্ষ। একই সঙ্গে হোটেলের ঘরগুলোও সাজিয়ে দিয়েছে ঐ হোটেল কতৃপক্ষ। আর সে দৃশ্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন নেহা।
নেহা-রোহানপ্রীত অক্টোবরের শেষে এসে দিল্লিতে দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর ও পঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিংয়ের।
এদিকে এর আগে হিমেশ কোহলির সাথে তার ব্রেকাপ হয়ে যাওয়ার পর গুঞ্জন উঠে উদিত্য নারায়ণের ছেলে আদিত্যর সঙ্গে মিথ্যা বিয়ে করেছেন নেহা। তবে তারা একটি মিউজিক ভিডিওর প্রচারের জন্য এমন কাণ্ড করেছিলেন বলে পরে জানা যায়। অভিনব সেই প্রচারের পর নেহা সত্যিই বিয়ে করেছেন কিনা তা নিয়ে ভক্তদের মধ্যে কিছুটা সংশয় ছিল।

সম্প্রতি নতুন এ যুগল তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবি প্রকাশ করছেন।






















