বিনোদন ৬ নভেম্বর, ২০২০ ০২:৩৩

শেখ হাসিনা চরিত্রে অভিনয় করতে চান পপি

বিনোদন ডেস্ক

চিত্রনায়িকা পপি ঢাকাই চলচ্চিত্রের এক জনপ্রিয় অভিনেত্রী তিনি তাঁর অভিনয় দিয়ে জয় করেছেন কোটি দর্শকের হৃদয় এবার এ অভিনেত্রী তাঁর স্বপ্নের চরিত্রের কথা প্রকাশ করেছেন পপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছেন

গণমাধ্যমকে পপি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চরিত্রে অভিনয়ের স্বপ্ন দেখি আমি আর কোনো চরিত্রে অভিনয়ের স্বপ্ন নেই আমার তাঁর সংগ্রামী জীবনই মূলত আমাকে মুগ্ধ করে। তিনি একজন সফল রাজনীতিবিদ, একজন সফল নারী, একজন সফল প্রধানমন্ত্রী।

পপি আরও জানান, বেশ কিছুদিন আগে কিংবদন্তি এটিএম শামসুজ্জামানসহ তার সঙ্গে প্রধানমন্ত্রীর দেখা হয় তখন পপি জানতে পারেন প্রধানমন্ত্রী তার অভিনীত ‘রানী কুঠির বাকি ইতিহাস’ সিনেমাটি দেখেছেন দেশের বাইরে যাওয়ার পথে বিমানে তখন পপির অভিনয়েরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী

u

উল্লেখ্য, চিত্রনায়িকা পপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে ‘মেঘের কোলে রোদ’ ও ‘গঙ্গাযাত্রা’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার গ্রহণ করেছেন