বিনোদন ৬ নভেম্বর, ২০২০ ০৭:৪১

আলোচিত ৮ ছবি নিয়ে

স্টার সিনেপ্লেক্সে ‘বাংলা সপ্তাহ’ শুরু 

বিনোদন ডেস্ক 

আলোচিত ৮ টি বাংলা ছবি নিয়ে স্টার সিনেপ্লেক্সে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে ‘বাংলা সপ্তাহ’। আগামী ১২ নভেম্বর পর্যন্ত একটানা সিনেমাগুলো চলবে প্রেক্ষাগৃহের বেশ কয়েকটি স্ক্রিনে। বিষয়টি নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ।

49

ছবিগুলোর মধ্যে আছে নতুন মুক্তি প্রাপ্ত ‘ঊনপঞ্চাশ বাতাস’ এবং পুরনো ‘আয়নাবাজি’, ‘দেবী’, ‘ঢাকা অ্যাটাক’, ‘শিকারী’, ‘কৃষ্ণপক্ষ’, ‘কমলা রকেট’ ও ‘ন ডরাই’ চলচ্চিত্র।

shikari

মেজবাহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, ‘এবারের ৮টি ছবিই বেশ আলোচিত ও প্রশংসিত। সেগুলো নিয়েই বাংলা সপ্তাহ সাজানো। এমন আয়োজন আগেও করেছি। আশা করছি, এবারও দারুণ সাড়া পাবো। স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত স্কয়ার ও মহাখালীর এসকেএস শপিংমলের শাখাগুলোতে ‘বাংলা সপ্তাহ’ চলবে।'

no dorai

বরাবরই মানসম্মত বাংলা ছবির পৃষ্ঠপোষকতায় এগিয়ে স্টার সিনেপ্লেক্স। হলবিমুখ মধ্যবিত্ত শ্রেণি রাজধানী শহরে সিনেপ্লেক্সের বদৌলতেই আবারও সিনেমা হলে এসে সিনেমা দেখতে শুরু করে। দর্শককে আরো ব্যাপকভাবে চলচ্চিত্রমুখী করতে বিভিন্ন সময়ে নানা উদ্যোগ হাতে নেন কর্তৃপক্ষ।

তারই ধারাবাহিকতায় এবার ৭ দিনব্যাপী বাংলা চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে স্টার সিনেপ্লেক্স। প্রতিদিন তিনটি ছবির তিনটি করে প্রদর্শনী হবে। পাশাপাশি ‌‘ঊনপঞ্চাশ বাতাস’তো তিন সপ্তাহ ধরে চলছেই।

Aynabji