বিনোদন ডেস্ক
তারকা ও অভিনয় শিল্পীরা তাদের ছবি নিয়মিত ফেসবুক ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকে। এবার এমনই ছবি নিয়ে বিপাকে পড়লেন ‘আগস্ট ১৪’ ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় আসা অভিনেত্রী তাসনুভা তিশা। একটি নাটকে নতুন বউয়ের চরিত্রে অভিনয় করেছেন তিশা।
সম্প্রতি বর ও বউয়ের সাজে হাসিমাখা মুখে ছোটপর্দার দুই তারকা নিলয় আলমগীর ও তাসনুভা তিশা। যথারীতি তাদের অভিনন্দন জানিয়েছেন তার সহকর্মী, পরিচিতজন ও ভক্তরা। অনেকে মেসেঞ্জার ও মোবাইল ফোনে অভিনন্দনবার্তাও পাঠিয়েছেন।
অনেকেই ভেবেছেন তাসনুভা বিয়ে করে ফেলেছেন। কেননা ওই পোস্টে একজন নাট্য নির্মাতাকে ট্যাগ করা হয়েছে। নির্মাতাদের সাক্ষী রেখে বিয়ের ঘটনা বিনোদন অঙ্গনে নতুন কিছু নয়। ঘটনার সত্যতা যাচাই করতে ফোনে যোগাযোগ করা হয় তিশার সঙ্গে।
এ প্রসঙ্গে তিশা জানান, সত্যি নয় নাটকে বিয়ে করেছি। নাটকটির প্রচারণার জন্যই ফেইসবুকে ছবিটি পোস্ট করে রীতিমতো বিপাকে পড়েছি আমি। ‘বিনোদন অঙ্গনে কজন বন্ধু-সহকর্মী একান্তই মজা করার জন্য ছবি দেখে শুভেচ্ছা জানিয়েছেন। সেটাকেই পরিচিত কয়েকজন সত্য ভেবে শুভেচ্ছা জানিয়েছেন। তাদের দেখে অনেকেই এখন শুভেচ্ছা জানাচ্ছেন। যারা আমাকে অভিনেত্রী হিসেবে চেনেন না, তারাও ইনবক্সে অভিনন্দন জানিয়েছেন। আবার অনেকে ফোন করে জিজ্ঞেস করছেন, ‘তোমরা কি বিয়ে করে ফেলেছো? ভালো হয়েছে, অভিনন্দন।’ আমিও তাদের বলেছি ‘ধন্যবাদ, দোয়া করবেন।’
যদিও এ ছবিটি নাটকের একটি দৃশ্য তার বিয়ের নয়।






















