বিনোদন ডেস্ক
কে হবেন দীঘির সিনেমার নায়ক? 'তুমি আছো তুমি নেই’ নামে নতুন একটি ছবিতে দীঘি থাকছেন নায়িকা হিসেবে। ছবিটি নির্মাণ করবেন প্রখ্যাত পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। এই ছবিটিতে প্রথমে নায়ক হিসেবে বাপ্পি চৌধুরীকে চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু বাপ্পি সিনেমা থেকে নাম প্রত্যাহার করে নিলে ছবিটিতে চুক্তিবদ্ধ হন সাইমন।
তবে জানা গেছে, সাইমনও থাকছেন না ছবিটিতে। এখন আলোচনায় উঠে এসেছে নবাগত নায়ক শান্তর নাম। একের পর এক নায়ক পরিবর্তন হওয়ায় ছবিটি নিয়ে বেশ চিন্তিত দীঘি।
দীঘি জানান, 'ছবিটিতে প্রথমে নায়ক হিসেবে ছিলেন বাপ্পি চৌধুরী। তার সঙ্গে ফটোশুটের কিছু ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা দেখে অনেকেই আমাকে শুভ কামনা জানিয়েছেন। বাপ্পি ভাইয়ার সঙ্গে জুটি হওয়ার সম্ভাবনাকে সবই বেশ উৎসাহ দিয়েছেন আমাকে। আমিও ভেবেছিলাম ভালো কিছুই হবে। এরপর শুনি সেখানে বাপ্পি নয় সাইমন ভাই আসছেন। আজ আবার শুনছি সাইমন নয় ছবিটিতে নায়ক হিসেবে থাকবেন শান্ত খান। তাই ছবিটি নিয়ে আমার নিজেরও চিন্তা হচ্ছে। শেষ পর্যন্ত ছবিটি আর হচ্ছে কিনা।'

জানা গেছে, শিডিউল জটিলতা ও লুক পরির্তন করার কারণ দেখিয়ে ছবি থেকে নাম প্রত্যাহার করে নেন বাপ্পি। এরপর সায়মন সাদিক ছবির দ্বিতীয় নায়িকার সঙ্গে গান করার অনিচ্ছায় বেঁকে বসেন। তবে সাইমন ছবিটি না করায় সেখানে আসিফ ইমরোজকে নায়ক হিসেবে নেয়া হবে বলে দীঘিকে জানানো হয়েছিলো। কিন্তু মঙ্গলবার দীঘি জানলেন আসিফ ইমরোজ নয় ছবিটিতে দীঘির নায়ক হবে শান্ত খান। তাও তিনি জানতে পারেন গণমাধ্যমের মাধ্যমে।

এদিকে 'তুমি আছো তুমি নেই’ ছবিটির শুটিং শুরুর কথা আগামী সপ্তাহে। ইতোমধ্যে গানের রেকর্ডিং শেষ করা হয়েছে। তারপরও ছবিটি ঠিক সময়ে শুটিংয়ে যেতে পারবে কিনা সে বিষয়েও তৈরি হয়েছে প্রশ্ন।
এই ছবিটি ছাড়াও একাত্তরের ইতিহাস' ও 'যোগ্য সন্তান' ও 'ধামাকা' নামের তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আছেন দীঘি। ;ধামাকা' ও'যোগ্য সন্তান' সিনেমায় দীঘির বিপরীতে দেখা যাবে শান্তকে।























