বিনোদন ডেস্ক
গতকাল সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়ার ৪৭তম জন্মদিন ছিল। সারাদিন তিনি তার ভক্ত ও অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছিলেন কিন্তু সারাদিনের পর রাত ১০টায় ফেসবুকে একটি রোমান্টিক ছবি পোস্ট করে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক। লিখেছেন– ‘হ্যাপি বার্থডে ওয়াইফি।’
সাবেক বিশ্বসুন্দরী ও জনপ্রিয় এই অভিনেত্রী কালজয়ী ছবির তালিকায় জায়গা করে নিয়েছেন। অভিনয় দিয়ে তিনি জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। ছিল। তিনি ভারতের সর্বকালের অন্যতম সেরা তারকাদের একজন। একদিকে তিনি রূপ দিয়ে মুগ্ধ করেছেন কোটি ভক্তের মন অন্যদিকে অভিনয়েও রেখেছেন মেধার স্বাক্ষর। অনেকের কাছেই তিনি স্বপ্নের নায়িকা। তাঁর সৌন্দর্য, মাধুর্য আর অসামান্য অভিনয় দক্ষতা চলচ্চিত্র অঙ্গনকে করেছে সমৃদ্ধ।
ধরা যাক, ‘দেবদাস’ ছবির কথা। মাধুরী ও শাহরুখের সঙ্গে তার এই ছবি এখন কালজয়ী ছবির তালিকায় জায়গা করে নিয়েছে।
রেইনকোট’ ছবির রহস্যময় প্রেমের গল্পে তাকে গ্ল্যামারহীন করেও দাবিয়ে রাখা যায়নি। সাধারণ গৃহবধূ হয়েও অভিনয় দিয়ে জাতীয় পুরস্কার জিতিয়েছিলেন তিনি।
ঐশ্বরিয়াকে শেষ দেখা গিয়েছিল ২০১৮ সালে ‘ফান্নি খান’ ছবিতে। তবে তার সংসারিক জীবন নিয়ে মুখিয়ে থাকে তার লাখ ভক্তরা। অভিষেক বাচ্চন সত্যি কি ভুলে গিয়েছিলেন ঐশ্বরিয়ার জন্মদিন তা নিয়ে সরব এখন সামাজিক যোগাযোগ মাধ্যম।





















