বিনোদন ২৪ আগস্ট, ২০১৯ ০৯:৫৬

সানি লিওনের দেখানো পথে ঢাকায় স্বস্তিকা

ডেস্ক রিপোর্ট।। 
বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় নায়িকা স্বস্তিকা মুখার্জী। নাম ঠিক না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন পারভেজ আমিন। সিনেমাটির একটি বিশ্বস্ত সূত্র এমন তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশের সিনেমায় স্বস্তিকার কাজ করা প্রসঙ্গে পারভেজ আমিন বলেন, ‘সম্প্রতি আমি কলকাতা গিয়ে স্বস্তিকার সঙ্গে চূড়ান্ত আলোচনা করে এসেছি তবে এখনো আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ হওয়াটা বাকী। সব ঠিক থাকলে আগামী জানুয়ারি থেকে সিনেমাটির শুটিং শুরু হবে।’

জানা গেছে, সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন স্বস্তিকা। তবে এখনো স্বস্তিকার বিপরীতে কে অভিনয় করছেন সেটা নিশ্চিত নয়। বর্তমানে কলকাতায় সিনেমার চিত্রনাট্যের কাজ চলছে।

সিনেমাটি প্রযোজনা করছেন কাজী সাইফুল সোহেল। এর আগে স্বস্তিকা শাকিব খানের বিপরীতে ‘সবার উপরে তুমি’ নামে একটি যৌথ প্রযোজনার সিনেমায় কাজ করেছিলেন।

পারভেজ আমিন দীর্ঘ ১৫ বছর ধরে নাটক নির্মাণ করছেন।