বিনোদন ২ নভেম্বর, ২০২০ ০৯:২৭

গোল্ডেন প্লে বাটন পেলেন মেহজাবীন

বিনোদন ডেস্ক     

সিএমভি'র পক্ষ থেকে গোল্ডেন প্লে বাটন পেয়েছেন জনপ্রিয় জুটি অপূর্ব-মেহজাবীন। তাদের অভিনীত নাটক ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’ কোটি ভিউয়ের দ্বিতীয় নম্বরে অবস্থান করছে। মাত্র ৭৩ দিনে কোটি ভিউ অতিক্রম করে নাটকটি।

গতকাল রোববার সফলতা ভাগাভাগি করে নিতে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি একটি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে হাজির হয়ে মেহজাবীন বলেন, ‘ইউটিউব থেকে সিলভার বাটন পেয়েছিলাম আগেই। এবার সিএমভি থেকে গোল্ডেন বাটন পেয়ে গেলাম! খুব ভালো লাগছে।’

এই আয়োজনে অসুস্থতার কারণে হাজির হতে পারেননি অপূর্ব।

j

নির্মাতা রুবেল হাসান জানান, ‘আমার ইউনিটের প্রতিটি মানুষের প্রতি কৃতজ্ঞতা। এটি আমার ক্যারিয়ারের প্রথম কোটি ভিউ। ফলে এই টিমের প্রতি আমি আজীবন ঋণী থাকবো। বিশেষ করে আমার দুই শিল্পী অপূর্ব ভাই, মেহজাবীন আপু আর প্রযোজক পাপ্পু ভাইয়ের প্রতি। আমরা একসঙ্গে আরও অনেক কাজ করতে চাই।’

নাটকটির সঙ্গে জড়িত মোট ৪০জন সদস্যকে ক্রেস্ট প্রদান করা হয়। কেক কেটে সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করা হয়।

t

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান সিএমভির প্রধান এসকে সাহেদ আলী, নির্মাতা শিহাব শাহীন।