বিনোদন ডেস্ক
বলিউডের তারকা অভিনেতা আমির খান। ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে এবার শুটিংয়ে মুখে মাস্ক না পরায় তোপের মুখে পড়েছেন এই অভিনেতা। বিজেপি বিধায়ক নন্দ কিশোর গুলজার পুলিশের কাছে আমির খানের বিরুদ্ধে নালিশ করেছেন। এমনকি তিনি আমিরের বিরুদ্ধে যেন মাহামারি আইনে মামলা করা হয় সেই দাবিও জানিয়েছেন।
তিনি অভিযোগ করেন, শুটিং করতে গিয়ে স্বাস্থ্যবিধি ভেঙেছেন আমির। মুখে ছিল না মাস্ক ছিল না কোন সামাজিক দূরত্বের বালাই। এর মাঝে অজস্র অনুরাগীদের সঙ্গে দেখা করেছেন তিনি। এ নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতেও সমালোচনার ঝড় উঠেছে।
সম্প্রতি ‘লাল সিং চাড্ডা’ ছবির শুটিংয়ে গাজিয়াবাদের লোনিতে গিয়েছিলেন আমির খান। সেখানে তাকে ঘিরে ভিড় করেন ভক্তরা। আমিরও ভক্তদের আশা পূরণ করে দেখা করেন, ভক্তদের উদ্দেশে হাত নাড়েন। আর এখানেই তার বিরুদ্ধে করোনা সংক্রান্ত বিধি ভঙ্গের অভিযোগ এনেছেন স্থানীয় বিজেপি বিধায়ক নন্দকিশোর গুলজার।
নিজের বিরুদ্ধে স্বাস্থ্যবিধি ভাঙার অভিযোগ নিয়ে এখনও মুখ খোলেননি আমির খান।

উল্লেখ্য, জনপ্রিয় হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক এই ‘লাল সিং চাড্ডা’। এখানে আমির খানের বিপরীতে রয়েছেন বলিউড ডিভা করিনা কাপুর খান।





















