বিনোদন ১ নভেম্বর, ২০২০ ০২:১৭

'দিল তো পাগল হ্যায়'

২৩ বছরের পুরনো সিনেমা, আবেগে ভাসছেন মাধুরি

বিনোদন ডেস্ক  

'দিল তো পাগল হ্যায়' সিনেমাটি আজ থেকে ২৩ বছর আগে আজকের এই দিনে মুক্তি পেয়েছিল। এ সিনেমাটি হচ্ছে বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা। যশ রাজ পরিচালিত শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, কারিশমা কাপুর এবং অক্ষয় কুমার অভিনীত সিনেমাটির আবেদন সেই আগের মতোই আছে।

মহামারি করোনার এই সময়ে সিনেমাটির ২৩ বছর উদযাপন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিলেন অভিনেত্রী মাধুরী।

২৩ বছর পূর্বের সিনেমার শুটিং সেটের মনোরম কিছু ছবি সবার সাথে শেয়ায় করেছেন তিনি। যেখানে প্রায় প্রতিটি চরিত্রকেই শুটিংয়ের ফাঁকে নানা রকম মজা করতে দেখা যায়। ছবিগুলোর শেয়ারের পর এই অভিনেত্রী তার সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্যাপশনে লিখেন, ‘দিল তো পাগল হ্যায়’ আমার হৃদয়ের খুব কাছের একটি চলচ্চিত্র।

সিনেমাটি ২৩ বছর পরও আমার কাছে একদম আগের মতো। শুটিং সেট থেকে শুরু করে সব জায়গায়ই আমরা অনেক মজা করে কাজটি করেছি। সিনেমাটিতে আমার চরিত্র ছিল একজন নাচপাগল মেয়ে এবং বন্ধুপাগল হিসেবে। এই সিনেমাটি করে অনেক কিছু শিখেছি। দারুণ কিছু অভিজ্ঞতা হয়েছে। শাহরুখ, কারিশমা এবং অক্ষয়কে নিয়ে কাজের সেই সময়গুলো সত্যিই অসাধারণ।'

t

যশ রাজ পরিচালিত ‘দিল তো পাগল হ্যায়’ সিনেমাটি ১৯৯৭ সালের ১ নভেম্বর মুক্তি পায়। সিনেমাটির আকাশচুম্বী জনপ্রিয়তা সেই সময় বিশ্বব্যাপী ৯৮ মিলিয়ন ডলার আয় করেছিল, যা ওই সময়ের বলিউডের সব থেকে বেশি আয়কৃত সিনেমা হিসেবে জায়গা করে নেয়। এ সিনেমাটিকে মাধুরির ক্যারিয়ারের টানিং পয়েন্ট হিসেবে ধরা হয়।