বিনোদন ২৪ আগস্ট, ২০১৯ ০৭:৩৫

সোশ্যাল মিডিয়ায় কাঁপন ধরাচ্ছেন শাহরুখ কন্যা

বিনোদন ডেস্ক।।

বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের কন্যা সুহানা খান এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তার অগণিত ভক্ত অনুরাগী তৈরি করে ফেলেছেন।

ইতিমধ্যে এমা ওয়াটসনের সাথে তোলা সুহানার একটি আবেদনময়ী ছবি ভাইরাল হয়।

এছাড়াও নানা কারণে বিভিন্ন সময়ে লাইমলাইটে চলে আসেন সুহানা খান। কখনও প্রশংসিত হয় তাঁর অভিনয় প্রতিভা, আবার কখনও রোল রিভার্সালে দেখা যায় বাবাকে নানা পরামর্শ দিচ্ছেন ছবির সেটে। আবার কখনো অনলাইনে হন ট্রলের শিকার।

বর্তমানে পড়াশোনা করলেও, ভবিষ্যতে বলিউডেই আসতে চান সুহানা। এই ইচ্ছে আগেই প্রকাশ করেছেন তিনি। আর ঠিক সেই কারণেই ধীরে ধীরে নিজেকে তৈরিও করছেন শাহরুখ-কন্যা।