বিনোদন ৩০ অক্টোবর, ২০২০ ০২:০৪

নতুন ভূমিকায় শুভশ্রী

বিনোদন ডেস্ক          

ছেলে কোলে করে ঘুরছেন, জিমেও যাচ্ছেন এ তারকা। এতদিন সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ছিল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কিন্তু ছেলে জন্মের পর থেকেই মা-বাবার জনপ্রিয়তাকে টপকে গিয়েছে ইউভান।

অন্য দিকে নিজেকে টোনড করতে উঠেপড়ে লেগেছেন শুভশ্রী। বাড়তি মেদ ঝরাতে অভিনেত্রী ফিরেছেন জিমখানায়। চুলে পনিটেল, টাইটস আর টপ। পায়ে স্নিকার্স, হাতে জিম গ্লাভস। সেখানে নো মেক-আপ লুকে ছবি তুলে পোস্ট করতেই চর্চায় রাজ-ঘরণী। ছবি দেখে নেটিজনদের মন্তব্য, পর্দার গ্ল্যাম গার্ল আবার ফিরছেন।

এই ধরনের ছবি সম্প্রতি পোস্ট করেছিলেন কোয়েল মল্লিকও। সিনে দুনিয়ার দুই অভিনেত্রী মাতৃত্বকালীন অবসর পেরিয়ে পুনরায় কাজের মোডে। আগের মতো চাবুক ফিগার পেতে জিম ছাড়া গতি নেই!

r

এসবের ফাঁকেও ছেলের দিকে কড়া নজর মায়ের। তাই জিমে শরীরচর্চার পরেই শুভশ্রী ছেলে কোলে। পরনে কালো শর্টস, টপ। কালো মাস্ক, ওভারসাইজড রোদচশমায় অভিনেত্রী পুরনো ফর্মে। হলদে জামা গায়ে ইউভান মায়ের ছন্দের সঙ্গে তাল মেলাচ্ছেন। অভিনেত্রীর এনার্জি দেখে বিস্মিত সবাই। একজন লিখেছেন, ‘‘একই সঙ্গে শরীরচর্চা আবার ছেলেকেও সময় দেওয়া!’’