বিনোদন ডেস্ক
বলিউডে হিট গানে কণ্ঠশিল্পী হিসেবে নেহা কক্কর বেশ জনপ্রিয়। সম্প্রতি রোহণপ্রীত সিং’র সাথে বিয়ের পিড়িতে বসেছেন। বিয়েতে তিনি শুভকামনা ভাসছেন সহকর্মী, ভক্ত-অনুসারীদের কাছ থেকে। কিন্তু বিয়ের পোশাকের কারণে নেটিজেনদের ট্রলের শিকারও হচ্ছেন ভারতীয় কণ্ঠশিল্পী নেহা। বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই বিস্ময় প্রকাশ করেছেন বলিউড প্রেমীরা।
কারণ নেহার বিয়ের পোশাক, গহনা, চুল বাঁধার স্টাইলের সঙ্গে অনেকাংশেই মিল রয়েছে আনুশকা শর্মা, দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের পোশাকের সাথে। এ তিন বলিউড অভিনেত্রী বিয়ে করেছেন বেশি দিন হয়নি। তাই তাদের বিয়ের পোশাকের সঙ্গে নেহার পোশাকের 'হুবুহু' মিল পাওয়া যায় তা নিয়ে অনেকেই বিস্মিত না হয়ে পারেননি।
নেটিজেনরা বলছেন, নেহা অনেক জনপ্রিয় গানের রিমেক করেছেন। সেই অভ্যাস থেকে বিয়ের পোশাকেরও রিমেক করে ফেলেছেন।

এত বড় তারকা হয়েও নিজের বিয়ের পোশাকে স্বাতন্ত্র্য রুচির পরিচয় দিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি নেহা। পোশাক নকল করে এবার বিদ্রুপ অব্যাহত রয়েছে তাকে ঘিরে। তার বিয়ের পোশাক রিমেক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা।






















