বিনোদন ২৯ অক্টোবর, ২০২০ ০৬:০৪

করোনায় আক্রান্ত অভিনেত্রী অপরাজিতা

ডেস্ক রিপোর্ট

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্য। করোনা সংক্রমণ ছড়িয়েছে তার পরিবারেও। আক্রান্ত হয়েছেন শাশুড়িসহ তার একাধিক পরিজন। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন এই অভিনেত্রী। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। শারদীয় দুর্গাপূজার শুরুতেই তিনি করোনা আক্রান্ত হন। প্রতিবছর বাড়িতে বড় করে লক্ষ্মীপূজা করেন অপরাজিতা। তবে এবার লক্ষ্মীপূজার ঠিক আগেই ভাইরাসে আক্রান্ত হওয়ায় উত্‍‌সব থেকে তাকে দূরে থাকতে হবে।

অপরাজিতা আঢ্য গণমাধ্যমকে বলেছেন, আমি এখন ঠিক আছি। কিছুদিন আগে আমার হিমোগ্লোবিন হঠাত কমে যায়। জ্বর আসেনি কোনোদিন। প্রথমে বুঝতেই পারিনি। পরে বুঝি করোনা হয়েছে। তবে অনেক দিন হয়ে গেল। এখন ভালো আছি। শাশুড়িও অনেকটাই সামলে উঠেছেন। বাড়ির সকলেই ঠিক আছেন।

এদিকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত শ্যুটিং বন্ধ রেখেছেন এই অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, করোনা থেকে দূরে থাকতেই শ্যুটিংয়ে আসতে রাজি হচ্ছিলেন না। কিন্তু দীর্ঘদিন বাড়িতে বসে থাকলে জীবন, কাজের গতি স্তব্ধ হয়ে যাবে! তাই স্বামীর সঙ্গে আলোচনা করেই শ্যুটে ফেরেন তিনি।

এই মুহূর্তে অপরাজিতা স্টার জলসার দুটি রিয়্যালিটি শো উইন্ডোজ প্রোডাকশনের ‘রান্নাবান্না’ আর যীশু সেনগুপ্ত প্রোডাকশনের ‘হাসিওয়ালা অ্যান্ড কোম্পানি’র সঙ্গে যুক্ত। প্রথম শো-এ তার সঙ্গে রয়েছে শিশুশিল্পী রক্তিম সামন্ত। দ্বিতীয়টিতে রজতাভ দত্ত, অঙ্কুশ হাজরার সঙ্গে তিনিও বিচারকের আসনে।

বিশ্বজুড়ে যখন থাবা বসাচ্ছে কভিড, সেই সময় অভিনেতা, অভিনেত্রীরাও সেই তালিকা থেকে বাদ পড়ছেন না। কোয়েল মল্লিক, নিসপাল সিং রানে, রঞ্জিত মল্লিকের পর রাজ চক্রবর্তীরও কোভিডে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। যদিও প্রত্যেকে সুস্থ হয়ে বর্তমানে নতুন করে কাজ শুরু করেছেন।

বড় পর্দার অভিনেতা, অভিনেত্রীদের পাশাপাশি ছোট পর্দার বেশ কয়েকজনও করোনায় আক্রান্ত হন। যার মধ্যে ভিভান ঘোষ, দেবযানী মুখোপাধ্যায়দের করোনায় আক্রান্ত হওয়া খবর মেলে। বর্তামনে প্রত্যেকেই সুস্থ হয়ে ফিরেছেন শ্যুটিং ফ্লোরে।