বিনোদন ২৮ অক্টোবর, ২০২০ ১০:০১

জুয়ারিদের খপ্পর থেকে টাইগারদের সাবধান করলেন আসিফ

আশরাফুলকে হারিয়ে অনেক কষ্ট পেয়েছিলাম সেই কষ্ট দ্বিগুন করলো সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা সাকিব আশরাফুল দুজনেই আমার অত্যন্ত স্নেহের আজ সাকিবের নিষেধাজ্ঞা শেষ হয়েছে আবার মাঠে ফিরবে বাংলাদেশের প্রান সাকিব আল হাসান... সব টাইগারদের সাবধান থাকতে হবে জুয়াড়ীদের খপ্পর থেকে যে কোন ধরনের অস্বাভাবিক তৎপরতা দেখলে ম্যানেজমেন্টকে জানাতে হবে আমরা আর কোন ইনফর্ম টাইগারকে হারাতে চাইনা সাকিবের রাজকীয় প্রত্যাবর্তনের অপেক্ষায় জাতি

সাকিব- আমরা তোমার সঙ্গে ছিলাম আছি থাকবো তুমি শুধু খেলে যাও দেশের জন্যআমরা তোমাকে ভালবাসি... জন্মগত এলার্জী রোগী হেটার্সদের চিন্তা মাথায় না রেখে দেশকে যেন সার্ভিস দিতে পারো এই দোয়া করি মন থেকে মনে রেখো বৃক্ষ বড় হয়ে গেলে ঝড়ের ঝাপটা সহ্য করেই টিকে থাকে তুমি এবং তোমার পরিবারের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি... সাবাশ বাংলাদেশ... ভালবাসা অবিরাম

আসিফের ফেইসবুক পেইজ থেকে সংগৃহীত