বিনোদন ২৬ অক্টোবর, ২০২০ ০৮:৪২

জামিন পেলেন কবি ও নির্মাতা ‘টোকন ঠাকুর’

বিনোদন ডেস্ক   

সরকারি অনুদানে ছবি নির্মানের কথা বলে, ছবি নির্মাণ না করায় তথ্য মন্ত্রণালয়ের করা মামলায় গ্রেপ্তারের পর সর্তসাপেক্ষে মুক্তি পেলেন টোকন ঠাকুর। ‘কাঁটা’ নামের একটি সিনেমা নির্মাণের জন্য ২০১২-১৩ অর্থবছরে অনুদান পান কবি ও নির্মাতা টোকন ঠাকুর। কিন্তু সময়মতো সে সিনেমা বানিয়ে মুক্তি না দেয়ায় তাঁর বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের মামলা হয়েছে।

সরকারবাদী সেই মামলায় গেল ৩ অক্টোবর, ২০২০ তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা জারি হয়। রোববার সন্ধ্যায় কাঁটাবন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তারের করা হয় বলে নিউমার্কেট থানার ওসি শ ম কাইয়ুম জানান।

তিনি বলেন, “টোকন ঠাকুরের বিরুদ্ধে সিএমএম কোর্টে একটি মামলা ছিল। আদালত থেকে পাওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাঁকে সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে।”

কথা সাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্প ‘কাঁটা’ অবলম্বনে একই শিরোনামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান পেয়েছিলেন টোকন ঠাকুর। অনুদানের অর্থ গ্রহণের নয় মাসের মধ্যে ছবি মুক্তি দেওয়ার নিয়ম থাকলেও আট বছরেও তা সম্পন্ন করতে পারেননি তিনি।

ছবি নির্মাণ শেষ করতে কিংবা অর্থ ফেরত চেয়ে একাধিকবার তাকে চিঠি পাঠিয়েও কোনও উত্তর না পাওয়ায় তার বিরুদ্ধে ২০১৬ সালে জেলা প্রশাসকের কার্যালয়ে মামলা দায়ের করেছিল তথ্য মন্ত্রণালয়।

তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র) সাইফুল ইসলাম জানান, “এক মাস আগে আমরা জেনেছিলাম তার বিরুদ্ধে সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।”

সোমবার বিকেলে শর্ত সাপেক্ষে তাকে জামিন দিয়েছেন আদালত। ঢাকার মহানগর হাকিম আবু নোমান মো. সুফিয়ান সোমবার শুনানি শেষে টোকন ঠাকুরের জামিন মঞ্জুর করেন।

যে শর্তে এই কবি ও নির্মাতাকে জামিন দেয়া হয়েছে - মঙ্গলবার নির্বাহী হাকিম আদালতে আত্মসমর্পণ করতে হবে টোকন ঠাকুরকে।  তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি এ আদালতেই বিচারাধীন।

আদালতে টোকন ঠাকুরের পক্ষে শুনানি করেন আইনজীবী প্রকাশ রঞ্জন বিশ্বাস ও পারভেজ হাসেম।