বিনোদন ডেস্ক
মহামারি করোনার কারণে স্থগিত ছিল অনন্ত জলিলের নতুন চলচ্চিত্র ‘দিন—দ্য ডে’র শুটিং। ছবির অবশিষ্ট কাজ সম্পন্ন করতে আজ রোববার তুরস্কে যাচ্ছে অনন্তর টিম।
আগামী ২৭ অক্টোবর সেখানে শুটিংয়ে অংশ নেবেন ছবির নায়ক অনন্ত জলিল ও নায়িকা বর্ষা। এবারের লটে ২০ দিন শুটিং হবে। এতে কয়েকটি দৃশ্য ও তিনটি গানের দৃশ্যধারণ করা হবে।
অনন্ত জানান, ‘করোনার কারণে কিছু কাজ বাকি আছে। এবার টানা শুটিং করে এগুলো শেষ করা হবে। তাই দ্রুতই তুরস্কে যাচ্ছি। আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে তুরস্কে যাচ্ছি। নিয়মিত অনুশীলন করছি।’
জানা যায়, অনন্তর টিম সদস্যরা আজ তুরস্কে পৌঁছার পর স্পটগুলো দেখবেন। ২৭ তারিখে সেখানে যাবেন অনন্ত-বর্ষা। কিছু অ্যাকশন দৃশ্য সেখানে হবে। যার জন্য ঢাকাতেই গত কয়েকদিন অনুশীলন করেছেন এই আলোচিত নায়ক-প্রযোজক। গান তিনটির কোরিওগ্রাফি করবেন হাবিব রহমান। তিনিও এই টিমের সঙ্গে যাচ্ছেন।
তিনি আরও জানান, করোনাতে ছবির বাজেট বাড়লেও তিনি বড় পরিসরেই এটি নির্মাণ করতে চান। তাই এবার বড় লটে ছবির কাজ শেষ করা হবে।
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘দিন—দ্য ডে’। সিনেমাটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।
বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে।
ছবিতে অভিনয় করেছেন অনন্তর বন্ধু সুমন ফারুক, খল অভিনেতা মিশা সওদাগরসহ আরও অনেকে। এছাড়াও অভিনয় করেছেন ইরান-লেবাননসহ বেশ কয়েকটি দেশের তারকারা।






















