বিনোদন ডেস্ক
রাজনৈতিক থ্রিলারকে উপজীব্য করে ঢালিউডে সিনেমা হয়েছে খুবই কম। এবার এমন একটি ব্যতিক্রমী চরিত্রে জুটি বাঁধলেন জনপ্রিয় শিল্পী ও অভিনেতা তাহসান খানে ও অর্চিতা স্পর্শিয়া। ‘ছক’-এ তাহসান ও স্পর্শিয়া ছাড়াও অভিনয় করতে দেখা যাবে একঝাঁক থিয়েটারকর্মীকে।
দীর্ঘ একটা বিরতি দিয়ে আবারও থ্রিলার নিয়ে বড় আঙ্গিকে ফিরছেন পরিচালক দোদুল। তার এবারের মিশনের নাম ‘ছক - দ্য মেজ’। এখানে চমক হিসেবে পরিচালক হাজির করতে চলেছেন নতুন একটি জুটিকে। তারা হলেন গায়ক থেকে অভিনেতা হিসেবে দর্শকপ্রিয় হওয়া তাহসান খান ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এবারই প্রথম তারা একে অন্যের বিপরীতে কাজ করবেন।

বিষয়টি নিশ্চিত করে দোদুল জানান, ‘এটি মূলত একটি ওয়েব ফিল্ম। আরিচা ঘাটে আজ থেকে শুরু করেছি শুটিং। টানা কিছুদিন কাজ করবো এখানে। আজ থেকেই শুটিংয়ে রয়েছেন তাহসান ও স্পর্শিয়া। দর্শককে একটু নতুন টেস্ট, নতুন ভালো লাগা উপহার দিতেই এ দুজনকে এক করেছি। আশা তো করছি ভালো কিছু হবে।’

তিনি আরও জানান, ‘তাহসানকে আমরা সচরাচর প্রেমের গল্পে যে ইমেজে দেখে এসেছি এখানে তার সম্পূর্ণই আলাদা কিছু হবে। তার চরিত্রটিকেই আমি বলবো দর্শকের জন্য স্পেশাল সারপ্রাইজ হবে। তাহসানও নিজেকে এবং তার অভিনয়কে দারুণভাবে উপস্থাপনের সুযোগ পাবেন ‘ছক’ ছবিতে। দর্শক মনে রাখবেন তাকে। সবার কাছে তার অভিনয়ের একটি নতুন দুয়ার উন্মোচন হতে যাচ্ছে’।
সবকিছু ঠিক থাকলে আসছে বছরের প্রথম দিকেই ‘ছক’ মুক্তি পাবে কোনে একটি জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং প্লাটফর্মে।






















