বিনোদন ডেস্ক
দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় 'সুরুচি সংঘে' পূজার আয়োজনে মেতেছেন মিথিলা ও সৃজিত মুখার্জি। আজ অষ্টমীর সকালে পূজার আসর জমিয়ে দিয়েছেন কলকাতার অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান ও তার স্বামী নিখিল।
তাঁরা সকালে সেখানে অঞ্জলি দিলেন পাশাপাশি মন্ত্রী অরূপ বিশ্বাসের ঢাকের তালে তাল মিলিয়ে নাচলেন। নাচ শেষে ঢাকের কাঠি নিজের হাতে তুলে নেন তাঁরা। ছন্দ মিলিয়ে বাজাতে শুরু করেন ঢাক। সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে সেই ভিডিও।
আর সেই ভিডিওতে দেখা গেল বাংলাদেশের তারকা অভিনেত্রী মিথিলাকে। নুসরাতের পাশে দাঁড়িয়ে ওই মণ্ডপে নাচ দেখছিলেন তিনি। হঠাৎ নুসরাত তাঁকে নাচে টেনে আনেন। দুজনে মিলে ঢাকের তালে মেতে উঠেন পূজার নাচে।
নাচ শেষে মিথিলাকেও দেখা যায় ঢাক বাজাতে। এসময় পাশেই ছিলেন তার স্বামী সৃজিত মুখার্জি। বোঝাই যাচ্ছে শ্বশুরবাড়ি কলকাতায় দুর্গাপূজার উৎসব বেশ উপভোগ করছেন মিথিলা।
আজ তিনি পরেছেন গাঢ় মেরুন এবং সাদা পাড়ের শাড়ি। মুখে ছিল সাদা এবং কালো রঙের মাস্ক। পরিচালক সৃজিত পরেছেন খয়েরি রঙের পাঞ্জাবি ও কালো মাস্ক।
এর আগে গতকাল, সাদা শাড়ি পরা ছবিতে টুইটারে মহাসপ্তমীর শুভেচ্ছা জানিয়েছিলেন মিথিলা। সঙ্গে ছিলো স্বামী ও কন্যাও।






















