বিনোদন ডেস্ক
প্রায় দেড় যুগ পর আবারও মিউজিক ভিডিওতে দেখা যাবে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। ২২ নভেম্বর থেকে কক্সবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তৈরি একটি গানের শুটিং করবেন তিনি। শিমুল মাহমুদের পরিচালনায়, শাহনাজ পারভীনের কথায় গানটির সংগীতায়োজন করেছেন আলমগীর।
অপু জানান, 'প্রধানমন্ত্রী আমার আদর্শ। তাকে নিয়ে তৈরি হওয়া গানটির মডেল হতে পেরে আমি আনন্দিত। নিজেকে ধন্য মনে করছি। এমন সুযোগ বারবার আসে না। আমি পরিচালকের কাছে কৃতজ্ঞ এমন একটি গানে আমাকে মডেল হিসেবে পছন্দ করার জন্য। আশা করছি, গান-ভিডিওটি সবার ভালো লাগবে।'

চিত্রনায়িকা হওয়ার আগে মিউজিক ভিডিওতে অপু বিশ্বাসকে দেখা গেলেও পরবর্তী সময়ে আর অপু বিশ্বাসকে মিউজিক ভিডিওতে দেখা যায়নি। অনেক তারকা শিল্পীই প্রস্তাব দিয়েছিলেন তাদের গানে মডেল হওয়ার জন্য। কিন্তু চলচ্চিত্রে অভিনয় ছাড়া অন্য কিছু ভাবতে চাননি এই ‘ঢালিউড কুইন’। গত মাসে মা শেফালী বিশ্বাসের মৃত্যুর পর অনেক দিন দেশের বাড়ি বগুড়ায় ছিলেন অপু।
অক্টোবরের প্রথম সপ্তাহে অনুদানের সিনেমা ‘ছায়াবৃক্ষ’- এ শুটিংয়ের কথা থাকলেও পরিচালক বন্ধন বিশ্বাসকে অনুরোধ করে সেটি পিছিয়ে দেন। নভেম্বরের প্রথম সপ্তাহে ‘ছায়াবৃক্ষ’ সম্পন্ন করে এই মিউজিক ভিডিওতে অংশ নেবেন তিনি।





















