বিনোদন ডেস্ক
শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আজ শুক্রবার মহাসপ্তমী। হিন্দু ধর্মাবলম্বীরা উৎসবের মাধ্যমে উদযাপন করেন দুর্গাপূজা। চিত্রনায়িকা অপু জানান, এবারের পূজায় কোন পরিকল্পনা নেই। তবে অষ্টমীর দিন ছেলেকে নিয়ে মন্দিরে যাবো। কারণ দুর্গামায়ের মুখ দর্শন পুণ্যের কাজ।
অপু বিশ্বাস ও শাকিব খানের ছেলে আব্রাহাম খান জয়। বাবা মা দুজন দুই ধর্মের। কিন্তু জয় কোন ধর্ম পালন করবেন তা এখনও স্পষ্ট নয়। তবে সাধারণত বাবা-মা হিন্দু-মুসলিম হলে সন্তান সাবালক হয়ে নিজের পছন্দের ধর্ম পালন করতে পারেন।
হিন্দু ধর্মাবলম্বীদের কাছে দুর্গাপূজা মানে আনন্দ আর আনন্দের দিনে মন খারাপ চিত্রনায়িকা অপু বিশ্বাসের। মা ছাড়া প্রথম পূজা কাটছে তার। সে কথাই জানান তিনি। মা ছাড়া এ বছর পূজা নিয়ে অপু বলেন, পূজার এই দিনে আমরা কত আনন্দ করতাম! সেই আনন্দ কোথায় যেন হারিয়ে গেছে। পূজাতে তাই মায়ের জন্য প্রার্থনা করছি। তিনি যেন পরপারে ভালো থাকেন। মাকে মনে করে অপু বিশ্বাস বলেন, খুব বেশিদিন হয়নি মাকে হারিয়েছি। মা যখন ছিলেন তখন পূজায় মা সব করতেন। তার পরিকল্পনা মাফিক সব হতো। পূজাতে আমি, মা একই রকম ড্রেস পরতাম। এই যে আনন্দ এবার আর হবে না!






















