বিনোদন ২৩ অক্টোবর, ২০২০ ১০:৫০

তিন নাটক দিয়ে খুলছে শিল্পকলা একাডেমী  

বিনোদন ডেস্ক 
করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত ১৮ মার্চ বন্ধ ঘোষণা করা হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমী। টানা সাত মাস পর আজ শুক্রবার খুলছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ৩ নাটক মঞ্চায়নের মাধ্যমে খুলছে হলগুলো। 

আজ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির তিনটি হলে সপ্তাহে দুইটি করে নাটক মঞ্চস্থ করতে পারবে বিভিন্ন নাটকের দলগুলো। সপ্তাহের এই দুটি দিন হচ্ছে— শুক্র ও শনিবার। হল তিনটি হচ্ছে- স্টুডিও থিয়েটার হল, জাতীয় নাট্যশালা ও এক্সপেরিমেন্টাল থিয়েটার হল। 

দীর্ঘ সাত মাস পর আজ এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চায়ন হবে জাগরণী থিয়েটারের নাটক  ‘রাজার চিঠি’। জাতীয় নাট্যশালা ও স্টুডিও থিয়েটার হলে আজ মঞ্চায়ন হবে খেয়ালী নাট্যগোষ্ঠীর স্মরণ ও প্রেমাঞ্জলি অনুষ্ঠান। জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে মঞ্চায়ন হবে পালাকারের ‘উজানে মৃত্যু’।

অন্যদিকে আগামীকাল ২৪ অক্টোবর থিয়েটার ফ্যাক্টরি মঞ্চায়ন করবে ‘আষাঢ়স্য প্রথম দিবসে’।
এ কারণে থিয়েটারকর্মীরা ভীষণ আনন্দিত ও উচ্ছ্বসিত।