বিনোদন ডেস্ক
প্রেম কি আর বয়সের অঙ্ক জানে? সব হিসেব গুলিয়ে একে অপরের প্রেমে বুঁদ হয়ে দিন কাটছে অর্জুন-মালাইকার। বলিউড অভিনেতা অর্জুনের বয়স ৩৫ বছর, আর অভিনেত্রী মালাইকার বয়স ৪৬। তাদের নিয়ে চলে বলিউড পাড়ায় আলোচনার ঝড়। বয়সের বিস্তর ফারাক থাকা সত্ত্বেও তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে মুখে মুখে।
শুরুতে সম্পর্ক নিয়ে চুপ থাকলেও, এখন তাদের প্রেমের গোপন কথাটি আর গোপন নেই। হাতে হাত রেখে প্রায়ই বিভিন্ন জায়গায় এক সঙ্গে পৌঁছে যান এই ‘লাভ বার্ডস’। কখনও আবার চেনা পরিসর থেকে দূরে গিয়ে সময় কাটিয়ে আসেন নিজেদের মতো করে।

সম্প্রতি জানা যায়,অর্জুনের পরিবার থেকে চাপ দেওয়া হচ্ছে তাকে বিয়ে করার জন্য। তবে প্রেম এত রগরগে হলে স্বাভাবিকভাবেই আসবে বিয়ের প্রসঙ্গ। এই বিয়ের কথাই ‘চাপ’ হয়ে দাঁড়িয়েছে অর্জুনের কাছে।
মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমকে অর্জুন জানান, তার পরিবার মালাইকাকে বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করছে অভিনেতার উপর। কিন্তু অভিনেতা কারোর কোনও কথা শুনতে রাজি নন। নিজের জন্য তিনি যা ভাল বুঝবেন, তা-ই করবেন।
তবে অর্জুন জানিয়েছেন, কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই তিনি তার পরিবারের কথা ভাববেন। মালাইকা ও আরবাজ খানের দীর্ঘ দাম্পত্য জীবনে ছেদ পড়ে ২০১৭ সালে। বিবাহ বিচ্ছেদের কিছুদিন পর থেকেই মালাইকা-অর্জুনের প্রেমের গুঞ্জন শোনা যায়।
অনেকে অর্জুনকে মালাইকার বিবাহবিচ্ছেদের জন্য দায়ী করেন। তাদের বয়স নিয়ে নানান মন্তব্য রয়েছে লোক মুখে। যদিও এসব কোনও দিনই কানে তোলেননি অর্জুন বা মালাইকা। কাছের মানুষদের নিয়ে খুশি আছেন তারা। সম্প্রতি তাঁরা দু’জনেই করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন।






















