আন্তর্তাতিক ডেস্ক।।
ইয়েমেনের আনসারুল্লাহ তথা হুথি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক সংবাদ সম্মেলনে বলেছেন, ধামার প্রদেশের আকাশে ওড়ার সময় যুক্তরাষ্ট্রের নির্মিত ড্রোনটিকে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত করা হয়েছে।
তিনি জানান, সৌদি আরব আমেরিকার তৈরি ড্রোনটি ইয়েমেনিদের বিরুদ্ধে ব্যবহার করছিল। যুক্তরাষ্ট্রের তৈরি ড্রোনটির মডেল এমকিউ-৯। যেটি আক্রমনে সক্ষম অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন।
তিনি বলেন, আগ্রাসীদের উচিত ইয়েমেনের আকাশ সীমা লঙ্ঘন থেকে পুরোপুরি বিরত থাকা।
এর আগে গত মে মাসে আমেরিকার তৈরি ড্রোন এমকিউ-ওয়ান ধ্বংস করে ইয়েমেনির সামরিক বাহিনী।
ইয়েমেনে সৌদি সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত হয়েছে। তবে এর মাঝে এমকিউ-৯ ড্রোনটিই সবচেয়ে উন্নত বলে ধারণা করা হচ্ছে।






















