আন্তর্জাতিক ডেস্ক
লেবাননের নতুন সরকার গঠনে নিজের আগ্রহের কথা জানিয়েছেন দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী সাদ হারিরি । গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) তিনি তার এই আগ্রহের কথা জানান।
গত বছর প্রতিবাদ বিক্ষোভের পরিপ্রেক্ষিতে পদত্যাগ করতে বাধ্য হন হারিরি। তিনি বলেন, তিনি তার দেশের জন্য একমাত্র আশার এই দরজাটি বন্ধ করে দিতে চান না। খবর আল জাজিরার।
সম্প্রতি লেবাননে অর্থনৈতিক সঙ্কট নিয়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। রাজধানী বৈরুতে বিস্ফোরণের কারণে দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক সঙ্কটে নতুন মাত্রা যোগ করেছে। দেশব্যাপী অস্থিরতার মধ্যে সাদ হারিরি তার এই আগ্রহের কথা জানালেন।
সঙ্কট নিরসনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন গত মাসে নতুন রোডম্যাপের অংশ হিসেবে সব রাজনৈতিক পক্ষের প্রতিশ্রুতির মাধ্যমে সরকার গঠনের প্রচেষ্টা চালানের কথা বলেছিলেন। তবে নানা মতানৈক্যে তার সে প্রস্তাব ব্যর্থ হয়। ম্যাকরন লেবাননের পুনর্গঠনে একটি মন্ত্রিসভা গঠনের কথা বলেছিলেন, যারা রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারে কাজ করবে।
গত বৃহস্পতিবার হারিরি একটি সাক্ষাৎকারে বলেন, লেবাননের পরবর্তী সরকার গঠনে তিনি একজন প্রার্থী। তিনি তার দেশের জন্য একমাত্র দরজাটি বন্ধ করে দিতে চান না।
অর্থনৈতিক সঙ্কটের এই পরিস্থিতিতে বৈরুতে অ্যামোনিয়াম নাইট্রেটের বিশাল মজুতে বিস্ফোরণে প্রায় ২০০ মানুষ মারা যায়। গৃহহীন হয় কমপক্ষে তিন লাখ মানুষ । অযোগ্যতা ও দুর্নীতিপরায়ণতার অভিযোগে গণবিক্ষোভে সাদ হারিরি গতবছর পদ ছাড়েন।
লেবাননের প্রেসিডেন্ট মিচেল আউন আগামী বৃহস্পতিবার একজন নতুন প্রধানমন্ত্রী মনোনয়নে সংসদে আলোচনার কথা বলেছেন। হারিরি বলেন, তিনি প্রেসিডেন্টের কাছ থেকে ফোন পাওয়ার অপেক্ষায় আছেন।





















