আন্তর্জাতিক ৭ অক্টোবর, ২০২০ ১০:২৯

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক

ডিএনএ সম্পাদনার জন্য নতুন একটি প্রযুক্তি উদ্ভাবনের জন্য বছর নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্স যুক্তরাষ্ট্রের দুইজন বিজ্ঞানী। তারা হলেন- ফ্রান্সের এমানুয়েল চারপেনটায়ার যুক্তরাষ্ট্রের জেনিফার দোনা। বুধবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ওই রসায়নবিদের নাম ঘোষণা করেছে।

য়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস জানাচ্ছে, জিন সম্পাদনার ক্ষেত্রে একটি নতুন পদ্ধতি উদ্ভাবনের জন্য তাদেরকে যৌথভাবে বছর রসায়নে নোবেল পুরস্কার প্রদান করা হলো।

তারা যৌথভাবে জিন প্রযুক্তির সবচেয়ে কার্যকরী যে প্রযুক্তিটি তৈরি করেছে। তার নাম সিআরআইএসপিআরস বা ক্যাস ৯ জেনেটিক। এটি ব্যবহার করে গবেষকরা খুব সহজেই প্রাণী, উদ্ভিদ এবং অণুজীবের ডিএনএ পরিবর্তন করতে পারেন।

তাদের উদ্ভাবিত প্রযুক্তিটি বিজ্ঞানের ওপর একটি যুগান্তকারী প্রভাব ফেলেছে। এটি অবদান রাখছে নতুন ক্যান্সার থেরাপিতে। ছাড়া উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রোগ নিরাময়ের স্বপ্নকে সত্য করে তুলতে পারে এই প্রযুক্তি।

নতুন নতুন উদ্ভাবন, গবেষণা এবং মানব জাতির কল্যাণে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ প্রত্যেক বছর নোবেল পুরস্কার দেয়া হয়। সুইডিশ ব্যবসায়ী ডিনামাইট আবিষ্কারক আলফ্রেড নোবেলের ইচ্ছা অনুযায়ী ১৯০১ সাল থেকে বিজ্ঞান, সাহিত্য শান্তিতে নোবেল পুরস্কার দিয়ে আসা হচ্ছে।