আন্তর্জাতিক ৭ অক্টোবর, ২০২০ ০৪:৪২

পদত্যাগ করলেন কিরগিজস্তানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

দেশজুড়ে নির্বাচন পরবর্তী বিক্ষোভ সমাবেশের কারণে রাজনৈতিক বিশৃ্ঙ্খলা দেখা দিয়েছে মধ্য-এশিয়ার দেশ কিরগিজস্তানে এমন পরিস্থিতিতে পদত্যাগে বাধ্য হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কুবাতেক বোরোনোভ

বিক্ষোভকারীরা নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে রাজপথে নেমে এসেছে সোমবার ভোট বাতিলের দাবি জানিয়ে তারা দেশটির পার্লামেন্ট ভবনে ভাঙচুর কিছু অংশে আগুন ধরিয়ে দেয় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিক্ষোভের ভিডিও ফুটেজে দেখা গেছে, বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট সুনোরবাই জিনবেকোভের কার্যালয়ে ঢুকে পড়ে তারা প্রেসিডেন্টের কার্যালয়ের কাগজপত্র জানালা দিয়ে বাইরে ছুড়ে ফেলেন। ভবনের কিছু অংশে আগুন ধরিয়ে দেন চাপের মুখে ভোটের ফলাফল বাতিলের ঘোষণা দিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

জানা গেছে, প্রধানমন্ত্রী বোরোনোভের স্থলাভিষিক্ত হবেন সাদির জাপারোভ বিক্ষোভকারীরা একদিন আগেই এই নেতাকে কারাগার থেকে মুক্ত করেছেন প্রধানমন্ত্রী এবং স্পিকার পদত্যাগ করলেও এখনও দায়িত্ব ধরে আছে প্রেসিডেন্ট সুনোরবাই জিনবেকোভ। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, পদত্যাগ করতে প্রস্তুত আছে তিনি।