আন্তর্জাতিক ডেস্ক।। ইমরান
পাক ভারত চলতি উত্তেজনার মাঝে সরাসরি কোন দেশের নাম উল্লেখ না করে এবার পাকিস্তানের উদ্দেশে কড়া হুমকি দিলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।
ভারতের কেন্দ্রীয় সরকারকে আশ্বস্ত করে সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেন, দরকার পড়লে শত্রুর মাটিতে ঢুকে শত্রুকে শিক্ষা দেওয়ার জন্য যেকোনো সময় সব রকমভাবে তৈরি ভারতীয় সেনারা।
সেনা সূত্রে জানা গেছে, বিপিন রাওয়াত জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী। দরকার পড়লে পাকিস্তানের ভেতরে ঢুকে যুদ্ধ করতে তৈরি তারা। ভারতের মাটিতে পুলওয়ামার হামলার বদলা হিসেবে পাকিস্তানকে আরো শিক্ষা দিতে চায় ভারত।
বিপিন রাওয়াত বলেন, ‘দরকার হলে বালাকোটের মতো পাকিস্তানের ভূখণ্ডে ফের জঙ্গিঘাঁটি ভাঙতে পাঠানো যেতে পারে যুদ্ধবিমান।’ উল্লেখ্য যে ভারতীয় বিমান বাহিনীর বালাকোট হামলার পর পাকিস্তানের প্রতিশোধমূলক পালটা আঘাতে ভারত তাদের একটি মিগ-২১ বিমান হারায়। পাকিস্তানের হাতে আটক হয় স্কোয়াড্রন লিডার অভিনন্দন বর্তমান।
ভারতীয় সেনা সূত্রে খবর, ভারতে উরি হামলার পর থেকে ১১ হাজার কোটি রুপির অস্ত্র কেনার চুক্তি সেরে ফেলেছে ভারত। যার মধ্যে ৯০ শতাংশ অস্ত্র এরই মধ্যে ভারতীয় সেনার হাতে এসে পৌঁছেছে বলে জানা গেছে।






















