আন্তর্জাতিক ১৯ আগস্ট, ২০১৯ ১০:১৬

মানবাধিকার সম্পূর্ণ লঙ্ঘিত হয়েছে কাশ্মীরে: মুখ্যমন্ত্রী মমতা

পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক।।

বিশ্ব মানবতা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক টুইট করে দাবি করেন,জম্মু ও কাশ্মীরে মানবাধিকার সম্পূর্ণ লঙ্ঘিত হচ্ছে। পাশাপাশি সবাইকে এই উপত্যকার শান্তির জন্য প্রার্থনা করতে অনুরোধ করেন। এরই সাথে তিনি নিজের অতীতের কিছু স্মৃতি রোমন্থন করে জানান, মানবতার জন্য তিনি একবার ২১ দিন রাস্তায় থেকে প্রতিবাদ করেছিলেন।

সম্প্রতি, কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারার ৩৫ক অনুচ্ছেদ বাতিল করে তাকে দু'টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার বিল পেশ করেছিল লোকসভায়।

সেই থেকে কাশ্মীরে চলছে লক ডাউন বা অবরুদ্ধ পরিস্থিতি। মানুষজন ঠিকমতো বাড়িঘর থেকে বের হতে পারছেন না। পাশাপাশি ফোন বা ইন্টারনেটও ব্যবহার করতে পারছেন না। কারফিউ একটু শিথিল হলেই লোকজন রাস্তায় নেমে আসছে।