আন্তর্জাতিক ১৯ আগস্ট, ২০১৯ ০৫:২২

পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের সাথে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

জিতেন্দ্র সিংহ

জিতেন্দ্র সিংহ

আন্তর্জাতিক ডেস্ক।।

৩৭০ ধারার ৩৫ক অনুচ্ছেদ তথা জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর এবার পাকিস্তান অধিকৃত কাশ্মীরকেও ভারতের সাথে যুক্ত করার আহ্বান জানালেন মোদি মন্ত্রিসভার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ।

জিতেন্দ্র সিংহ আরও বলেন, জনগণের এখন তাঁদের জীবদ্দশায় ভারতের জনগনকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ভারতের সঙ্গে সংযুক্ত করার জন্য প্রার্থনা করা উচিত। পাশাপাশি তিনি জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা অবলুপ্তি ও  রাজ্যের দ্বিখণ্ডিতকরণ করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় মূলধারার রাজনৈতিক নেতাদের গ্রেফতার এবং উপত্যকার অবরুদ্ধ থাকার পরিস্থিতির কথাও অস্বীকার করেন। "আমরা ভাগ্যবান যে এই ঘটনা (বিশেষ মর্যাদাকে প্রত্যাহার করা) আমাদের জীবদ্দশায় ঘটল। এটি আমাদের তিন প্রজন্মের ত্যাগের কারণেই সম্ভব হয়েছে," জম্মু ও কাশ্মীরে বর্তমান সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি বিষয়ে  জম্মুতে আয়োজিত এক সম্মেলনে ওই কথা বলেন তিনি।

তিনি বলেন, "এই ঐতিহাসিক পদক্ষেপের পরে আসুন আমরা আজাদ কাশ্মীরকে পাকিস্তানের অবৈধ দখল থেকে মুক্ত করার এবং সংসদে (১৯৯৪ সালে) সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাব অনুযায়ী এটিকে দেশের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে গড়ে তোলার বিষয়ে ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে এগিয়ে চলি।"

প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতির গ্রেফতারের বিষয়ে কংগ্রেসের সমালোচনার নিয়ে নাম না করেই কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে একে অহেতুক বড় ইস্যু করা হচ্ছে।

তিনি একথাও বলেন, "কাশ্মীরে এত বড় পদক্ষেপ এর আগে নেওয়া হয়নি, কোনও বাধ্যবাধকতা বা নির্দিষ্ট কারণে সরকার শান্তি বজায় রাখতে কিছু পদক্ষেপ নিয়েছে। আপনারাও (কংগ্রেস) তো ন্যাশনাল কনফারেন্সের প্রতিষ্ঠাতা শেখ আবদুল্লাহকে গ্রেফতার করেছিলেন"। জিতেন্দ্র সিং বলেন, ওই নেতাদের কোনও নির্জন কারাগারেও রাখা হয়নি।