আন্তর্জাতিক ডেস্ক।।
টানা ৪৫ দিন আটক থাকার পর অবশেষে জিব্রাল্টার বন্দর ত্যাগ করেছে ইরানি সুপার তেল ট্যাংকার ‘গ্রেস-১’। বর্তমানে ইরানের পক্ষ থেকে এই জাহাজের নাম দেওয়া হয়েছে 'আদরিয়ান দারিয়া'।
জিব্রাল্টার বন্দর ত্যাগ করে পূর্বদিকে ভূমধ্যসাগর অভিমুখে রওনা দিলেও এটির গন্তব্য জানা যায় নি। এর আগে জিব্রাল্টারের স্বায়ত্বশাসিত সরকারের কাছে তেল ট্যাংকারটি আমেরিকার কাছে হস্তান্তরের অনুরোধ প্রত্যাখ্যান করা হয়।
লন্ডনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হামিদ বায়িদিজেনাদ এক টুইটারবার্তায় তার দেশের সুপার তেল ট্যাংকারের জিব্রাল্টার ত্যাগের খবর নিশ্চিত করে লিখেছেন, “এই মুহূর্তে আমি একথা নিশ্চিত করছি যে, ৪৫ দিন জিব্রাল্টারের বন্দরে আটক থাকার পর ইরানি তেলবাহী ট্যাংকারটি আন্তর্জাতিক পানিসীমার দিকে যাত্রা শুরু করেছে।”
ব্রিটিশ নৌবাহিনী গত ৪ জুলাই জিব্রাল্টার প্রণালীর আন্তর্জাতিক পানিসীমা থেকে ২১ লাখ ব্যারেল তেলবাহী ইরানি ট্যাংকার ‘গ্রেস-ওয়ান’ আটক করে। এর পালটা পদক্ষেপ হিসেবে ইরানও হরমুজ প্রণালীতে ব্রিটিশ তেল ট্যাংকার সহ বেশ কিছু তেল ট্যাংকার আটক করে।
জিব্রাল্টার সরকারের জাহাজ ছাড়ার সিদ্ধান্তকে ইরানের সরকার নিজেদের কূটনৈতিক বিজয় হিসেবে দেখছে।





















