আন্তর্জাতিক ২৮ সেপ্টেম্বর, ২০২০ ০৬:১৬

সৌদি এয়ারলাইন্সের টিকিট পাচ্ছে আরও ৫০০ জন

আজ সোমবার টোকেনধারী আরও ৫০০ জনকে টিকিট দিচ্ছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স

যেসব প্রবাসী রিটার্ন টিকিট করেও সৌদি আরব থেকে দেশে মহামারি করোনাভাইরাসের কারণে  আটকা পড়েছেন তারাই এই টিকিট পাচ্ছেন।

এয়ারলাইন্স কর্মকর্তারা জানান, সোমবার ১৯০১ থেকে ২৩০০ পর্যন্ত টোকেনধারীকে ডাকা হয়েছে। এ ৫০০ জনই টিকিট পাবেন। আজ ১০টার দিকে টিকিট বিক্রি শুরু হয়।

অন্যদিনের মতো আজ সোমবারও রাজধানীর হোটেল সোনারগাঁও সৌদি এয়ারলাইন্স কার্যালয়ে টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন দেখা যায়।

এছাড়া সৌদিতে  অসংখ্য প্রবাসী টিকিটের জন্য টোকেনের অপেক্ষা করছেন। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ৪ অক্টোবর পরবর্তী টোকেন কিতরণ করা হবে।

এর আগে গেলো বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটায় হোটেল সোনারগাঁওয়ের কার্যালয়ে টিকিট বিক্রি শুরু করে সৌদি এয়ারলাইন্স।

জানা গেছে, প্লেনের টিকিটের জন্য গেলো ছয় দিন ধরে হোটেল সোনারগাওয়ে এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে অবস্থান করেন সৌদি গমনেচ্ছুরা।

গেলো বুধবার সৌদি সরকার ইকামার মেয়াদ ২৪ দিন বাড়ানোয় সংকট কেটেছে অনেকটা।

এছাড়া সৌদি এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বাড়ানোয় স্বস্তিতে রয়েছেন প্রবাসীরা।