সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সাথে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর ওয়াশিংটনে কূটনৈতিক সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর ফিলিস্তিনি অধ্যুসিত গাজা এলাকায় বোমা হামলা চালিয়েছে ইসরাইল।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে এই হামলা চালানো হয়।
এর আগে মঙ্গল সন্ধ্যায় গাজা থেকে পরপর দুটি রকেট হামলা চালানো হয়। যার একটি ইসরাইলি ক্ষেপণাস্ত্রবিরোধী অস্ত্রে প্রতিরোধ করা গেলেও অন্যটি ইসরাইলের দক্ষিণ উপকূলীয় শহর আশদোদে আঘাত হানে। এতে দুই ব্যক্তি আহত হয়।
গাজা থেকে পরিচালিত হলেও রকেট হামালার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করে নি। তবে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনি এই হামলার জন্য হামাসকেই দায়ী করছে।
এই হামলার জেরে হামাস কে সতর্ক করে ইসরাইল প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলেছে-
ইসরায়েলি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপের পরিণতি হবে ভয়াবহ।
সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সাথে ইহুদি রাষ্ট্রের কূটনৈতিক সমঝোতা এই রকেট হামলার অন্যতম কারণ হিসাবে মনে করছেন বিশ্লেষকরা ।
অন্যদিকে এই সমঝোতার কারণে ফিলিস্তিনের সাধারন মানুষ ফিলিস্তিনি পতাকা হাতে নাবলুস শহরের পশ্চিম তীর ও গাজার হ্যাবরনে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়।
ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ আব্বাস এই চুক্তি সম্পর্কে সতর্ক করে বলেন-
এই অঞ্চলে ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না, যতক্ষণ না মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ফিলিস্তিনি জনগণের অধিকারকে স্বীকার করেছে।
এই অঞ্চলে ততক্ষণ পর্যন্ত শান্তি, সুরক্ষা এবং স্থিতিশীলতা অর্জিত হবে না যতক্ষণ পর্যন্ত ইসরাইল তার দখলদারিত্ব বন্ধ করছে।





















