আন্তর্জাতিক।।
কাশ্মীর সংকট থেকে দিল্লি-ইসলামাবাদ পারমাণবিক যুদ্ধের সূত্রপাত হতে পারে বলে হুঁশিয়ার করেছেন পাক সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর। পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশীর সঙ্গে যৌথ এক সংবাদ সম্মেলনে আসিফ গফুর বলেন, ভারতের যে কোনও হুমকি মোকাবিলা করতে পাকিস্তানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত।
১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভের পর ভারত-পাকিস্তান তিনটি যুদ্ধের মধ্যে দুটি অনুষ্ঠিত হয়েছে কাশ্মীর ইস্যুতে। গত ৫ আগস্ট (সোমবার) ভারতীয় সংবিধানের ৩৭০ ধারার ৩৫ক অনুচ্ছে বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার।
এর প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করাসহ ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে দেশ ত্যাগের নির্দেশ দেয় পাকিস্তান। দুই দেশের সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। কাশ্মীর সীমান্তে চলছে টানটান উত্তেজনা। একইসঙ্গে সব ধরনের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্থগিত ও ভারতের স্বাধীনতা দিবসকে কালো দিবস হিসেবে পালন করেছে পাকিস্তান।
মেজর জেনারেল আসিফ বলেন, ‘আমাদের কাছে তথ্য রয়েছে যে ভারত কাশ্মীর থেকে দৃষ্টি সরাতে হামলা চালাতে পারে। আর আমরাও যেকোনও হামলা মোকাবিলা করতে প্রস্তুত।’ তিনি বলেন, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সেনা মোতায়েন করা হয়েছে। এই ইস্যুতে দুই দেশ এখন পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।






















