ডেস্ক রিপোর্ট।।
কানাডায় ছোট আকারের একটি বিমান দুর্ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৫ জন যুক্তরাষ্ট্রের ও ২ জন কানাডার নাগরিক। বৃহস্পতিবার কানাডার ট্রান্সপোর্ট সেফটি এজেন্সি এই তথ্য জানায়।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, কানাডার লেক ওন্টারিও উপকূলে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছে। এদের মধ্যে ২ জন কানাডার এবং ৫ জন যুক্তরাষ্ট্রের নাগরিক।
যুক্তরাষ্ট্রে নিবন্ধিত সিঙ্গেল ইঞ্জিনের পিপার পিএ-৩২ বিমানটি টরেন্টোর বাটনভিল বিমান বন্দর থেকে কুইবেক সিটি যাচ্ছিল। বুধবার স্থানীয় সময় বিকাল ৫টার পরে ওন্টারিওর কিংসটন বিমান বন্দরের কাছাকাছি বিমানটি বিধ্বস্ত হয়।
বিধ্বস্ত বিমানটি খুঁজে বের করতে পুলিশ, সামরিক দল এবং হেলিকপ্টার নিযুক্ত করা হয়। কানাডার সংবাদমাধ্যমগুলো বলছে, বিমানটির পাইলট ছিল টেক্সাসের এবং ওই বিমানে পাইলটের স্ত্রী ও তিন সন্তান ছিল।





















